Breakup-হওয়ার গল্প _______অভিমানী - TopicsExpress



          

Breakup-হওয়ার গল্প _______অভিমানী ছোঁয়া ছোঁয়া ও সাকিবের Breakup হয় আজ থেকে প্রায় ৬মাস আগে,খুব ভালোবাসতো ওরা দুজন দুজনকে কিন্তু ভাগ্যের এক নির্মম বাস্তবতার সম্মুখীন হয়ে এখন ওরা দুই পথের পথিক... ২০১৩-এর মার্চের দিকে Facebook-এ পরিচয় হয় ওদের,প্রথম দিকে ওরা খুব ভালো না হলেও খারাপ বন্ধু ছিলনা।মাঝে মধ্যেই Chat হতো ওদের কিন্তু ছোঁয়া যখন ওর প্রতি সাকিবের দূর্বলতা বুঝতে পারে তখন ও নিজেকে সরিয়ে নেয় সাকিবের কাছ থেকে,Id Deactivate করে দেয় ছোঁয়া তবুও সাকিবের ভালোবাসায় নিজেকে আটকে রাখতে না পেরে আবার Id Active করে।আবার আগের মতো Chat হতে লাগলো ওদের। এপ্রিল মাস,সাকিবের HSC পরীক্ষা চলছে।পরীক্ষার মাঝেই ১দিন ছোঁয়া ওর ভালো লাগার কথা ঈঙ্গিতে বলে দেয় সাকিবকে,সাকিবও ঈঙ্গিতে ছোঁয়ার প্রতি ওর অফুরন্ত ভালোবাসার কথা প্রকাশ করে। জুলাই এর শেষে দেখা করে ওরা,তখন ছিল রমজান মাস তাই ছোঁয়া মার্কেটে যাচ্ছিল আর এটা শুনেই সাকিব Decision নেয় যে আজই দেখা করবে।তাই হলো কিন্তু সেদিন কোন কথা হলোনা ওদের কারনটা হলো ছোঁয়ার আপু ছিল ওর সাথে।শুধু ৫সেকেন্ডের দেখা তাতেই দুজন দুজনার চোখা-চোখি আর এর মধ্যে একটু মুচকি হাসি। এভাবে ভালোই চলছিল ওদের দিন,দুজন দুজনার পৃথিবী জুড়ে অনেকটা জায়গা করে নেয় বিশেষ করে ছোঁয়ার জীবনে কারন সাকিব ছোঁয়ার এতটাই যত্ন নিত যে সকালে ঘুম থেকে ওঠার পর দাত ব্রাশ করা থেকে শুরু করে রাতে ঘুমানো অবধি সব কাজ সাকিব ছোঁয়াকে ফোন করে রুটিন মাফিক মনে করিয়ে দিত।এমন কি ছোঁয়া ওদের সম্পর্কের আগে ওর পড়াশুনা বন্ধ করে দিয়েছিল কিন্তু এই সাকিবই আবার ছোঁয়াকে কলেজে ভর্তি করায়।অক্টোবর মাস…সাকিব Medical-এ Admission Test দেয় কিন্তু Chance পায়না,এতে ও অনেক ভেঙ্গে পরে আর ছোঁয়াও অনেক কষ্ট পায় তাই সাকিব কাউকে ওর কষ্ট বুঝতে না দিয়ে ছোঁয়াকে বুঝায় আর ওকে সামলিয়ে নেয়। এরপর একে একে বিভিন্ন ভার্সিটিতে Admission Test দিল কিন্তু কোন ভার্সিটিতে Chance হয়না ওর(এরও ১টা কারন আছে,কারনটা হলো অলক্ষী ছোঁয়া।সাকিব এটা শুনতে পারতো না তবে ছোঁয়া এটা মানতো যে ওর জন্যই সাকিবের আজ এই অবস্থা)। এরপর সাকিব যখন কোন ভার্সিটিতে Chance পেলনা তখন ও নিজের Life-এর হাল ছেড়ে দেয় এবং মনকে পাথর করে ছোঁয়াকে নিজের থেকে আলাদা করে দেয় কারন ওর ধারনা...ও ১টা অপদার্থ আর ওর মত অপদার্থের সাথে থাকলে ছোঁয়ার Life নষ্ট হয়ে যাবে। Breakup-এর ১মাস পর... ছোঁয়া অনেক Request করছে সাকিবকে দেখা করতে কিন্তু সাকিব নাছোরবান্দা,দেখা করবে না ও ছোঁয়ার সাথে। শেষে কোন রাস্তা না পেয়ে ছোঁয়া সাকিবকে মিথ্যা বলে,মিথ্যাটা ছিল… আমার কলেজে কিছু Formality আছে,আমি একা যাচ্ছি তাই কিছু বুঝবো না। তুমি একটু আসো। সাকিব ছোঁয়ার পড়াশুনা নিয়ে অনেক Serious ছিল তাই ওকে আসতেই হলো।সেদিন ছোঁয়া Breakup-এর কারন জিজ্ঞেস করলে সাকিব বলেWithout Any Cause।তখন ছোঁয়া সাকিবকে জড়িয়ে ধরে কান্না শুরু করে আর বলতে থাকে তুমি আমাকে ছেড়ে যাবানা তাহলে আমি বাচবোনা,আমি মরে যাবো। তারপর সাকিব ছোঁয়ার মুখটাকে দুই হাত দিয়ে আলতো করে ধরে ছোঁয়ার চোখের পানি মুছিয়ে ওকে অনেক কিছু বলে... আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমাদের সম্পর্কটা সম্ভব না কারন আমি তোমাকে আমার চোখের সামনে কষ্ট পেতে দেখতে পারবোনা,আমি জানি তুমি আমার কাছে টাকা-পয়সা চাওনা কিন্তু এই নিষ্ঠুর পৃথিবীতে টাকাই বড়।যখন তোমার কোন Friend Shopping করবে আর তুমি করতে পারবেনা বা আমি করে দিতে পারবোনা তখন তোমার অজান্তেই তোমার খারাপ লাগবে আর এই খারাপ লাগাটা তোমার চেহারায় ফুটে উঠবে আর আমি সেটা দেখে কষ্ট পাবো। আমি চাইনা তোমাকে অসুখী দেখতে,আমি চাই দূর থেকে হলেও যেন আমি তোমাকে সুখী দেখতে পারি। আমি Established নই ,Established হতে অনেক দেরি আর হবো কিনা তাও জানিনা আর ততোদিনে তোমার Parents তোমাকে বিয়ে দিয়ে দিবে তাই তুমি তোমার বাবার পছন্দে বড়লোক কাউকে বিয়ে করে ফেল। কথাগুলো শুনেই ছোঁয়া ওখান থেকে চলে আসে,সাকিবও ওর পিছু পিছু এসে ওকে বাসায় পৌছে দেয় কারন সাকিব জানতো ও যদি ছোঁয়াকে একা ছাড়ে তবে কোন ১টা Accident হবে অথবা এটাও হতে পারে বিদায়ের সময় আর কিছুটা সময় ছোঁয়ার সাথে কাটানোর জন্যই হয়তো সাকিব পৌছে দেয় ছোঁয়াকে। সেদিনের পর আর ওদের দেখা হয়নি,সাকিব বাসায় যাওয়ার পর আর ছোঁয়ার ফোন রিসিভ করেনি..।
Posted on: Sun, 08 Jun 2014 11:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015