[Collected → Job Preparation - জব - TopicsExpress



          

[Collected → Job Preparation - জব প্রিপারেশন ] কাজী নজরুল ইসলাম নিয়ে কিছু প্রশ্নঃ + উত্তর - 1. কাজী নজরুল ইসলাম জন্ম ও মৃত্যু তারিখ কত? 2. বাল্যকালে তিনি কি নামে পরিচিতি ছিলেন? 3. কাজী নজরুল ইসলাম কি নামে খ্যাত? 4. কবি নজরুলের প্রথম রচনা কোনটি? 5. কবি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কোনটি? 6. আবুল মনসুর আহমেদ এর কোন গ্রন্থে কাজী নজরুল ইসলাম ভুমিকা রচনা করেছেন? 7. কাজী নজরুল ইসলাম কোন কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন? 8. কাজী নজরুল ইসলামের কোন কবিতাটি পড়ে রবীন্দ্রনাথ বেশী মুগ্ধ হয়েছিল? 9. নজরুল ইসলামের কবিতা সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশ হয়? 10. ‘ধুমকেতু’ কাজী নজরুল ইসলামের কোন জাতীয় রচনা? 11. কাজী নজরুল ইসলামের বিখ্যাত ‘বিদ্রোহী’ কবিতা কত সালে প্রকাশিত হয়? 12. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? 13. কাজী নজরুল ইসলাম অনুবাদ গ্রন্থের নাম কি? 14. এ পর্যন্ত কাজী নজরুল ইসলাম প্রকাশিত গ্রন্থের সংখ্যা কত? 15. বাংলা ভাষায় কে প্রথম ইসলামী গান ও গজল রচনা করেন? 16. কাজী নজরুল ইসলাম কবে ৪৯ নং বাঙালী পল্টনে যোগ দেন? 17. আদালতে প্রদত্ত কবি নজরুলের নাম কি? 18. ‘বিষের বাশি’ কাব্যগ্রন্থ কার নামে উৎসর্গ করেন? 19. কোন পত্রোপন্যাসের অনুসরণে বিদ্রোহী কবিতা রচনা করেন? 20. ‘চন্দ্রবিন্দ’ু কাজী নজরুল ইসলামের কোন ধরণের রচনা? উত্তরঃ 1. • জন্ম ২৫ মে, ১৮৯৯ সাল, (১১ জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ), মৃত্যু ২৯ আগষ্ট, ১৯৭৬ সাল (১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ)। 2. • উঃ দুখু মিয়া। 3. • উঃ বিদ্রোহী কবি। 4. • উঃ বাউন্ডেলের আত্মকাহিনী। 5. • উঃ মুক্তি (১৩২৬ বাং)। 6. • উঃ আয়না। 7. • উঃ সঞ্চিতা। 8. • উঃ বিদ্রোহী। 9. • উঃ বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায়। 10. • উঃ প্রবন্ধ গ্রন্থ। প্রকাশকাল-১৯৬০ সালে। 11. • উঃ ১৩৩৮ (১৯২১), কার্তিক সংখ্যা, মোসলেম ভারত পত্রিকায়। 12. • উঃ অগ্নিবীনা, প্রকাশকাল-১৯২২ সালে। 13. • উঃ রুবাইয়াৎ-ই-হাফিজ এবং রুবাইয়াৎ-ই-খৈয়াম। 14. • উঃ ৫১টি। 15. • উঃ কাজী নজরুল ইসলাম। 16. • উঃ ১৯১৭ সালে। 17. • উঃ রাজবন্দীর জবানবন্দি। 18. • উঃ মিসেস এম রহমান 19. • উঃ সাহসিকা। 20. • উঃ গল্প। Job Preparation - জব প্রিপারেশন পেজে লাইক করে ♦নতুন কিছু জেনে নিন।
Posted on: Fri, 29 Aug 2014 13:28:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015