Courtesy: মোঃ আসিফ উর - TopicsExpress



          

Courtesy: মোঃ আসিফ উর রহমান ছেলেবেটি আমি হয়ে গেছি বেলা শুনছ ? এখন আর কেউ আটকাতে পারবেনা proposal টা এই বার তুমি reject করতে পারো, ঐ DSLR ওয়ালাকে বলে দাও relation তুমি করছো না famous আমি হয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস… just now তেই ১০০ লাইক, দুই ঘন্টায় ২০০০! seen করে কেন বেলা reply কেনু দিচ্ছো না? এটা কি www .facebook. com ? Angel বেলা, তুমি পারছো কি শুনতে? ১০-১২ টা fake ID পেরিয়ে তোমাকে পেয়েছি দেবো না কিছুতেই আর হারাতে hello বেলা দাও না একটা smilly এটলিস্ট! MB যাচ্ছে কাটা এই প্যাকেজ ছাড়া নেটে জরু্রি খুব জরুরি দরকার স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি এতোদিন ধরে এতো অপেক্ষা- রাস্তার কতো # সাইবারক্যাফেতে ব্যস্ত chatbox এ বন্দী দুজন রুদ্ধশ্বাস কতো প্রতীক্ষা! আর কিছু দিন তারপর বেলা মুক্তি জুকারবার্গের ঐ নীল দেয়ালের ঘর.. সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে ফেসবুকের Newsfeed এ, তোমার আমার selfie সহ রিলেশনশিপ স্ট্যাটাস চুপ করে কেন? একি বেলা তুমি কান্নার ইমো দিচ্ছো? ছেলেবেটি আমি হয়ে গেছি সত্যি কান্নাকাটির চুম্মাচাটির সময় যায় নাই পেরিয়ে হ্যালো তুমি message দেখতে পাচ্ছো কি? হ্যালো! এটাকি fb. com/ angel. bela ? কতশত কষ্ট করে, প্রমোট নিয়ে ছেলেবেটি হয়েছি, ঐAngel বেলা! reply দাও না একটি বার! হ্যালো! ধুরু fake ID ব্লক খা # প্যারোডি_ভার্সন # Just_Fun
Posted on: Wed, 15 Oct 2014 06:11:14 +0000

Trending Topics



ttext" style="margin-left:0px; min-height:30px;"> Na prática o projeto de lei 478 de 2007, chamado “Estatuto do
Foto de un servidor público de Patillas Puerto Rico Don Andrés
Cash Advance Limit Capital One : Cash Advances CLICK HERE TO
Buy Womens Sonora Air Jacket If you are looking to Womens

Recently Viewed Topics




© 2015