Danny Morrison NO matter what, you cannot hate this - TopicsExpress



          

Danny Morrison NO matter what, you cannot hate this guy. খেলার পুরাটা সময় এত বিনোদন দিতে পারে এই কমেন্টেটর তা বলে শেষ করা যাবেনা। বিপিএল-য়ের প্রথম আসরে টিভিসেট আর কমেন্ট্রিবক্স মাতিয়ে রেখেছিলেন আমার সবচেয়ে প্রিয় এই কমেন্টেটর। আপনারা হয়তো জানেন উনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ছিলেন। তার নিজের দেশ একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছে, ম্যাচের পর ম্যাচ তাকে স্বচক্ষে তা দেখতেও হচ্ছে; এরপরও তাঁর কথাবার্তায় এর ছিটেফোঁটাও বোঝা যায়না। মাঝেমাঝে বেচারার জন্য ভীষণ খারাপ লাগে, দেশের পারফরমেন্সের কারণেই তাঁর বাংলাদশ সফরের অভিজ্ঞতা হয়তো বেশ সুখকর বলা যায়না। মাঠে কখন যদি এরপর বাংলাদেশের খেলা দেখতে যাই, Danny Morrison যদি কমেন্টেটর হিসেবে থাকেন, আমার ইচ্ছা একটা banner বানিয়ে নিয়ে যাব, তাকে উদ্দেশ্য করে লিখব, WE LOVE YOU, BANGLADESH LOVES YOU, DANNY! এই সিরিজতো আমার আর মাঠে দেখা হবেনা, বিপিএলএ উনি থাকবেন কিনা তাও জানিনা। আপনাদের সাথে এত কথা শেয়ার করার একটাই কারন, যারা সিরিজের শেষ ম্যাচ দেখতে যাবেন ফতুল্লায়, যাদের পক্ষে সম্ভব আমার পক্ষ থেকে (শুধু আমার পক্ষ থেকে বলাটা ভীষণ অপরাধ হবে, আমার কোন সন্দেহ নেই আপনারাও ভীষণ পছন্দ করেন তাঁকে) তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্যানার বানিয়ে নিয়ে যাবেন। আপনার কোন ফ্রেন্ড/আত্মীয় শেষ ম্যাচ দেখতে গেলে তাদেরকে এই পোস্টে ট্যাগ করতে পারেন, মুখেও বলতে পারেন। যত বেশী দর্শক নিয়ে যাবেন তত বেশী সম্ভাবনা তাঁর ব্যানারগুলো চোখে পড়ার। হয়তো এতে উপলব্ধি করতে পারবেন তিনি বাংলাদেশে তাঁর কত ভক্ত-অনুরাগী আছে! এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। অন্তরের অন্তঃস্থল থেকে ভীষণ শ্রদ্ধা রইল DANNY-র প্রতি! - Bangladesh Tigers - Fire It Up
Posted on: Fri, 01 Nov 2013 09:07:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015