~¤ Do You Know? ¤~ পর্বঃ ৩ পর্বের - TopicsExpress



          

~¤ Do You Know? ¤~ পর্বঃ ৩ পর্বের নামঃ Big Show ________ ***(প্রথম ও দ্বিতীয় পর্বের পর)*** #খুঁটিনাটি_তথ্যঃ Big Show হলেন বিংশ শতাব্দীর সর্বপ্রথম WWF বর্তমান WWE চ্যাম্পিয়ন । তার জুতার সাইজ পাঁচ ইন্চি । যা দানবাকৃতি বলা যায় । তিনি কোন প্রাইভেট কার এ ঢুকতে পারেন না তার অত্যাধিক শরীরের জন্য । তাই তিনি চলাফেরার জন্য নিজস্ব ট্যুর বাস ব্যবহার করেন । ছোটবেলায় এক অগ্যাত নামা অসুখ হয়েছিলো Big Show এর । যার ফলেই বর্তমানে তার স্বাস্হ্য দানবাকৃতি । ডাক্তারগন অক্লান্ত গবেষণা করে তার রোগের জন্য প্রতিসেধক আবিষ্কার করতে সক্ষম হয়েছে । নতুবা আজ আমরা Big Show কে আরো বড় এবং লম্বা দেখতাম । অনেকে আমরা Big Show এর K.O punch বা Knock Out Punch এর প্র্যাকটিকস করে থাকি বাসা বাড়িতে । আপনি জানেন কি Big Show এর এই K.O Punch এর ওজন কত ? বিগ শো এর এই K.O punch এর ওজন 300+ LBS । যা কিনা সর্বনিম্মে একজন সাধারন মানুষের জ্ঞান হারানোর পক্ষে যথেষ্ট এবং উচ্চে একজন মানুষকে আজীবনের জন্য ঘুম পারাতে পারে । *¤**¤[ চলবে ]¤**¤* কেমন হলো তা জানাবেন কমেন্টে । লাইক চেয়ে আপনাদেরকে ছোট করবো না ।। ধন্যবাদ ।।
Posted on: Thu, 10 Jul 2014 08:39:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015