Download Space for ads: contact for Special Rate info@zoombangla - TopicsExpress



          

Download Space for ads: contact for Special Rate info@zoombangla Space for ads: contact for Special Rate info@zoombangla সর্বশেষ খবর ২০ দলের নেত্রী হচ্ছেন খালেদা ধনী হতে চান ? ৯টি কার্যকরী পরামর্শ আরিফের রোমহর্ষক জবানবন্দি শুনলে মানুষ কাঁদবেন কবরস্থান থেকে চিৎকার ‘মা বাঁচাও বাবা বাঁচাও আল্লাহ’ বুদ্ধের দীক্ষা নিচ্ছেন শাহরুখ! অবশেষে সাত খুনের দায় স্বীকার করলেন মেজর আরিফ যৌনকর্মীদের গ্রেপ্তার-ধর্ষণ করছে পুলিশ খোঁজ মিলল গডজিলা পৃথিবীর! চাকরি না পেয়ে ঢাবি আত্মহত্যা বুকে গুলি খাব তবুও পাকিস্তান যাব! Estate Planning Tip Most Reliable Cars Fixed Income Fund Best Dividend Free Resume High Yield CDs ome hared hosting PS Hosting edicated Hosting omain Name ny website can be an i . d . tring which becomes a realm f administrative autonomy, uthority or control on-line. omain names usually are reated from the regulations omain name Technique DNS). Almost any identify ocumented in the DNS is sually a website. This ractical information of names s actually presented in the omain name Technique rticle. Bigger utilization and ndustry factors usually are eized the following. Domain name company Search Search Name of some Domain company blow: Godaddy, iPage, name, domain, register, arvixe, Network Solutions, Globat, Yahoo domain, 1and1, Namecheap, networksolutions, domainmonster, etc. কাঠের লিঙ্গ দিয়ে স্ত্রীর তাহিদা পুরণ : ধরা খেলেন হিজড়া স্বামী Monday, 2 June 2014, 4:51 pm দীর্ঘ ১৫ বছর ধরে পুরুষ পরিচয়ে বিয়ে করে কাঠের লিঙ্গ নিয়ে স্ত্রীর সাথে সংসার করে অবশেষে ধরা খেলেন লোকমান হোসেন নামের এক হিজড়া। যশোরের কেশবপুর কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটেছে। লোকমানের স্ত্রী ও তার শ্বশুর বাড়ির লোকজন তার প্রতারণা ফাঁস করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে। পুলিশ জানায়, গত ১৯৯৯ সালে যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রাামের আলী মোল্যার মেয়ে নাজমা সাথে পাইকগাছা উপজেলার মালতে গ্রামের কাশেম মোড়লের ছেলে লোকমান হোসেনের বিয়ে করেন। বিয়ের আগে তারা স্থানীয় একটি ইটভাটায় একসাথে কাজ করছিলেন। বিয়ের পর লোকমান হোসেন তার স্ত্রী নাজমাকে ধর্মীয় গ্রন্থ ছুইয়ে শপথ করে বলেন তিনি হিজড়া। তবে একথা কাউকে না বলার জন্য তাকে শপথ করান। এর থেকে সব কিছু গোপন রেখে সংসার করে আসছিলেন স্ত্রী নাজমা বেগম। এই সময়ের মধ্যে লোকমান হোসেন তার পৈর্তৃক সম্পত্তি বিক্রি করে শ্বশুর আলী মোল্যাকে মাছের ঘের করার জন্য প্রায় ৮০ হাজার টাকা ধার দেন। গত ২৮ মে লোকমান হোসেন ও তার স্ত্রী শ্বশুরবাড়ি কানাইডাঙ্গা গ্রামে বেরাতে যান। এরপর শ্বশুর আলী মোল্যার কাছে পাওনা টাকা ফেরৎ চান। এতে তার শ্বশুর ক্ষিপ্ত হয়ে টাকা না দিয়ে উল্টা স্থানীয় ইউপি মেম্বারসহ এলাকবাসীর উপস্থিতিতে মেয়ে নাজমাকে দিয়ে তার স্বামী লোকমান হোসেন হিজড়া হয়ে পুরুষ পরিচয়ে বিয়ে করার ঘটনা ফাঁস করে দেন। এরপর কেশবপুর থানার পুলিশ ডেকে এনে তাকে পুলিশে সোপর্দ করেন। নির্ভরযোগ্য সুত্র জানায়, তাদের বিয়ের পর স্ত্রী নাজমার সম্মতিতে তার স্বামী লোকমান হোসেন কাঠ দিয়ে একটি লিঙ্গ তৈরি করে। এরপর ওই কাঠের লিঙ্গ দিয়ে তার স্ত্রীর যৌবনের চাহিদা পুরণ করে আসছিলেন। এ ঘটনায় প্রতারণার অভিযোগে থানায় মামলা করেছেন নাজমার পিতা আলী মোল্যা। যার মামলা নং ২ তাং-০১/০৬/১৪। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিল জানান, আটক লোকমান হোসেন (হিজড়া)। তিনি তার বাড়ি এলাকায় রোকেয়া নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আর প্রতারিত স্ত্রী নাজমাকে তার পিতার হেফাযতে দেয়া হয়েছে।
Posted on: Wed, 04 Jun 2014 23:53:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015