Failure is the Pillar of Success - This is the exact True Voice.. - TopicsExpress



          

Failure is the Pillar of Success - This is the exact True Voice.. !!! টমাস আলভা এডিসন (উদ্ভাবক ও ব্যবসায়ী ): তাঁকে শিক্ষক বলেছিলেন, তুমি এতটাই নির্বোধ যে কিছুই শিখতে পার না! এডিসন পরবর্তী সময়ে বলেছিলেন, ‘ আমি ব্যর্থ হইনি। আমি ১০ হাজার উপায় খুঁজে পেয়েছি, যা কোনো কাজের না । ’ আলবার্ট আইনস্টাইন (তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী): স্কুল থেকে তাঁকে বের করে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় যেকোনো কিছুতে মাথা খুলতে তাঁর নাকি দেরি হতো ! বিল গেটস (সহপ্রতিষ্ঠাতা, মাইক্রোসফট করপোরেশন): পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে ভর্তি হয়েছিলেন বিল গেটস। তবে ওটুকুই, পাস করে আর বের হতে পারেননি। বলেছিলেন, ‘ আমি পরীক্ষায় বেশ কিছু বিষয়ে কৃতকার্য হতে পারিনি, কিন্তু আমার বন্ধু পেরেছিল। এখন সে মাইক্রোসফটের একজন প্রকৌশলী আর আমি বিল গেটস সে প্রতিষ্ঠানের মালিক। ’ স্টিভ জবস (সহপ্রতিষ্ঠাতা, অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড): তাঁকেই কিনা তাঁর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে বিতাড়িত করা হয়েছিল! সেই ৩০ বছর বয়সী হতাশ - বিধ্বস্ত স্টিভের মনের অবস্থা কেমন ছিল? তবুও তিনি ঘুরে দাঁড়িয়েছিলেন। So, different time in a different way, many people always Disgrace You, Mock You, Joking with Your Career. These are Great Example and all of the best rejoinder. And those who are frustrated, try to read those Reputed Peoples’ Histories.
Posted on: Sat, 26 Jul 2014 20:42:58 +0000

Recently Viewed Topics




© 2015