Fan Post By - ফয়সাল - TopicsExpress



          

Fan Post By - ফয়সাল আহমেদ আশিকি-টু,চেন্নাই এক্সপ্রেস,সানি লিওন,কারিনাদের ড্রেসের আড়ালে আমি খুঁজি আমার বোন "ফেলানী"র রক্ত মাখা জামাটি।আমি খুঁজি আমার বোনের ঘাম হাতে পরম মমতায় বানানো সেই জামা,যেটা বানাতে গিয়ে বোনটি আমার জীবন দিয়ে এলো কিছু মুনাফাখোরদের লোভের শিকার হয়ে॥ আমি খুঁজি সেই জামা,যেটায় আমার মায়ের পরম মমতা ছোঁয়ায় গড়া সুই সুতার কল্পনা আঁকা॥ কেউ কি বলতে পারেন সেই জামা আমি কোথায় গেলে পাবো?কতো টাকার বিনিময়ে এমন একটা জামা পাওযাযাবে বলতে পারেন কেউ?? #R9 Brasileira
Posted on: Tue, 30 Jul 2013 14:40:25 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015