Fb-এ না ,আমার বুকের ভেতর log in - TopicsExpress



          

Fb-এ না ,আমার বুকের ভেতর log in করে দেখ, সেখানে তোর profile টা কোথাও খুজেঁ পাস কিনা!! Notification-গু লো ডালমত check করে দেখ, আমার কোন comment এ তোর like আছে কিনা!! Password তো জানিস নাকি ভুলে গেছিস?? ভাল করে জেনে রাখ তোর জন্য আমার বুকের ভেতর কোন option নেই.. Frndlist থেকে remove করেছি আগেই..এখন তোর ID- টা permanently block!! বিশ্বাস না হয় log in করে দেখ.. মনের file এ upload হওয়া তোর সব photo album একে একে delete করেছি.. আমার photos-এ তোর নামে tag একটাও নাই... তোর কোন comment delete করতে বাদ রাখি নাই.. তোর দেওয়া সব gift ছুড়ে ফেলেছি recycle bin- এ.. তোরে নিয়ে লেখা note - গুলো মুছে ফেলেছি যত্ ন করে..History list-এ শত খুজলেও পাবেনা তোর আর আমার এক সাথের কোন event!! তোর জন্য বুকের ভেতর জমিয়ে রাখা সব দুঃখ- যন্ত্রণার software- গুলো সুনিপুনভাবে insta ll করেছি..ksprsky- র চেয়েও শক্তিশালী anti-virus দিয়ে scan করিয়েছি নিজেকে.. এখন আমার setup সম্পূন্ন new..চাইলে google-এ ও search- দিয়ে দেখতে পারি.. তন্ন তন্ন করে খুজেঁ দেখতে পারিস আমার harddisk!! (SUPPER BHOOT)
Posted on: Wed, 31 Jul 2013 22:59:00 +0000

Trending Topics



="stbody" style="min-height:30px;">
dear friend today i come for share with 100 lucky persons for
Ciri-Ciri Berpakaian Mengikut Islam 1) Pakaian yang menutup
The story of Qutopia in a true cricketers style
Attention All Troopers Maintenance Server rutin mingguan Game

Recently Viewed Topics




© 2015