From the page of First Person of Rituparno Ghosh মনে - TopicsExpress



          

From the page of First Person of Rituparno Ghosh মনে আছে সত্যজিত রায় , তারূণ্যে শান্তি নিকে ভর্তি হতে আপত্তি করেছিলেন ,সেখানকার ছেলেরা ন্যাকা বলে । এই গরূ সরে যা ,নইলে ফুল ছুড়ে মারবো -শান্তিনিকেতনের ছাত্রদের এই তথাকথিত বূহন্নলা -বাণী কার আবিস্কার জানি না ,তবে কথাটির মানে বুঝলে দেখতে পাই ,এখানে প্রকাশ ভঙ্গির পাশাপাশি যেটিকে ব্যাঙ্গাত্মক বলে ধরা হয়েছে ,তা আদতে অহিংসার এক অতিরঞ্জন ।যে -বাঙালি জীবনে যুদ্ধ করল না ,কেবল সামরিক পোশাক পরিহিত বলে নেতাজিকে -চরম নায়ক বলে মেনে নিল .এবং বাড়িতে বউ পিটিয়ে ক্ষাত্রধর্ম পালন করল ,সেই আজন্ম করনিক অফিসযাত্রী -বাঙালি বীরপুঙ্গবদের কাছে এটা গ্লানিময় বইকি । নইলে এই বাংলায় নবদ্বীপের পরমপুরূষ শ্রীচৈতন্য তাঁর কালের দোর্দন্ড দুরন্তপনার ইতিহাস ,ন্যায়বিদ্যার দন্ড অতিক্রম করেও কেবল অহিংস কৃষ্ণভক্তির জন্য বাঙালিরই মুখে ন্যাকা চৈতন্য হন ? তা হলে দাঁড়ালটা কী ?অজ্ঞতার ভানকারী মানুষ মানে ন্যাকা ?সে তো গোটা পৃথিবীটাই ।তা হলে বাঙালি ন্যাকা বলে পড়ে রইলেন কারা ? আমি ,মুনদি (মুনমুন সেন) ইত্যাদি ।----আর যারা এখনও ভাল বাংলা বলেন ,সঠিক উচ্চারনে বাংলা বলেন ,যাঁরা এখনও অকারণ অশ্লীলতাকে সহজে গ্রহন করতে পারে না ,এখনও মদ্যপানের সভায় সসংকোচে অনিচ্ছা প্রকাশ করেন ,কিংবা নিজের dignity বজায় রেখে পরের বাড়ির গল্প শুনতে বা নিজের হাঁড়ির গল্প করতে পছন্দ করেন না -তাঁরা ।আর চটুল ভনিতাসর্বস্ব কপটতা -সেটা তো কবে সিনেমার property হয়ে গিয়েছে । Courtesy: Ratnabali Dutta
Posted on: Sat, 20 Sep 2014 16:27:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015