G for মৌসুমী আমাদের বাসার - TopicsExpress



          

G for মৌসুমী আমাদের বাসার সামনের প্লটটা খালি হওয়ায় ঘাস, কিছু সবজি, এইসব গজায়...so প্রায়-ই একটা ছাগল বাধা থাকত এই খালি প্লটটাতে, probably আশে পাশের কোনো বাসার দারওয়ান বা কেয়ারটেকার এর হবে হয়ত! আমাদের বাসার কেয়ারটেকার (তার নাম সাত্তার চাচা) এই ছাগলের নাম দিসে মৌসুমী (আল্লাহ-ই জানে কেন!!!) বিভিন্ন কারণে আমার দুই ছেলে মেয়ে নিচে যায়, so আশমার যখন সাত্তার চাচাকে জিগ্যেস করসিলো ঐটা কি, সাত্তার চাচা বলসে ঐটা হইলো মৌসুমী! as a result আশমারের কাছে ছোট বেলা থেকেই ছাগল মানেই মৌসুমী, গাড়ি করে কোথাও যাচ্ছি, রাস্তার পাশে একটা ছাগল, আশমারের চিত্কার ঐযে মৌসুমী!! গতকালকের ঘটনা, আশমারকে একটা alphabet এর বই কিনে দেওয়া হইসে, so তাকে শেখানো হচ্ছে A for Apple, B for Ball (with relevant পিকচার) etc etc...যেই মাত্র G এর পালা আসলো (with a picture of a goat) আশমারের response G for মৌসুমী!!! (no offense for anyone named moushumi!!) :-)
Posted on: Mon, 07 Apr 2014 04:22:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015