=================================== ★GravityBox দিয়ে - TopicsExpress



          

=================================== ★GravityBox দিয়ে Statusbar পরিবর্তন করুন★ =================================== . . অনেকেই জানতে চেয়েছেন কিভাবে Statusbar পরিবর্তন করতে হয়? তাদের জন্য এই পোষ্টটি। আমরা অনেকেই Stock Statusbar ব্যবহার করে একঘেয়েমী হয়ে গেছি। তবে আপনি চাইলে Statusbar পরিবর্তন করে New Look দিতে পারেন। আপনি Battery Icon, Clock ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। . . ============== ★যা যা প্রয়োজনঃ ============== ●Rooted Android ডিভাইস.. . ●Xposed Installer.. dl.xposed.info/latest.apk . ●GravityBox For Jelly Bean:- forum.xda-developers/attachment.php?attachmentid=2895952&d=1407946608 . For Kitkat:- forum.xda-developers/attachment.php?attachmentid=2919653&d=1409505751 . . =========== কাজের ধাপঃ =========== ►►প্রথমে উপরের লিংক থেকে Xposed Installer ও GravityBox ডাউনলোড করে নিন। . ►►এরপর Xposed Installer ইনস্টল করুন। . ►►তারপর Xposed Installer Open করুন, Root Permission চাইলে Grant ক্লিক করুন। তারপর Framwork>Install/Update এ ক্লিক করে অপেক্ষা করুন কাজ না হওয়া পর্যন্ত। Install/Update হয়ে গেলে ফোন Reboot করুন। . ►►তারপর GravityBox Install করুন। (GravityBox Open করবেন না, Just Done।) . ►►এবার Xposed Installer Open করে Modules গিয়ে GravityBox এ টিক দিয়ে ফোন Reboot করুন। . ►►তারপর GravityBox Open করুন। Root Permission চাইলে Grant এ ক্লিক করুন। তারপর Statusbar Tweaks ক্লিক করুন। এরপরেঃ . Battery Icon পরিবর্তন করার জন্যঃ ►Battery Settings>Battery Indicator Style থেকে পছন্দমতো Battery Icon সিলেক্ট করুন। . Clock Icon পরিবর্তন করার জন্যঃ ►Clock Settings>Master Switch On করুন। Clock মাঝখানে রাখতে চাইলে Center Clock এ টিক দিন। Clock এর সাথে Date দেখতে চাইলে, Show Date থেকে আপনার পছন্দমত Date Format সিলেক্ট করুন। . Statusbar এর Icon Color পরিবর্তন করার জন্যঃ ►Statusbar Colors থেকে Enable Icon Color On করে, Statusbar Icon Color থেকে আপনার পছন্দমতো Color সিলেক্ট করুন। . Data Traffic দেখার জন্যঃ ►Data Traffic Monitor>Data Traffic Monitor Style থেকে Simply Style বা Omni Style সিলেক্ট করুন। . . ============ ★বিশেষ দ্রষ্টব্যঃ ============ ►►সকল কাজ নিজ দায়িত্বে করবেন। সেটের কোন প্রকার সমস্যা হলে, আমি বা এই গ্রুপ দায়ী থাকবো না। . ►►কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে বলুন। . ►►ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। . ►►সবাই ভালো থাকুন। ধন্যবাদ।
Posted on: Thu, 04 Sep 2014 13:05:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015