HSC Examin must see.......... আগামী ১ আগস্ট - TopicsExpress



          

HSC Examin must see.......... আগামী ১ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে। আন্তঃবোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, পরীক্ষা গ্রহণ সম্পন্ন হওয়ার ৬০ দিনের বাধ্যবাধকতায় ফল প্রকাশ হবে আগামী ৩ আগস্টের মধ্যে। সেভাবেই প্রস্তুতি চলছে। তবে ২ ও ৩ আগস্ট সাপ্তাহিক ছুটি থাকায় ১ আগস্টই ফলাফল প্রকাশের সম্ভাবনা বেশি। এ ছাড়া সরকারের শীর্ষপর্যায়ের অনুমতিসাপেক্ষে ওই তিন দিনের মধ্যে যেকোনো দিন (শুক্রবার বাদে) ফল প্রকাশ করা হবে। এ দিকে পরীক্ষা চলাকালে রাজনৈতিক কর্মসূচির কারণে বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা ঘোষিত তারিখে অনুষ্ঠিত হতে পারেনি। ঘোষিত রুটিন অনুসারে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২৮ মে। হরতালসহ অন্যান্য কারণে লিখিত পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে ৩ জুন। ১৪ জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে ২০ জুন। আন্তঃবোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, প্রায় সব বিষয়ের খাতা মূল্যায়ন শেষ হয়েছে এবং বোর্ডে খাতা জমা নেয়ার কাজ চলছে। আগামী সপ্তাহে ট্যাবুলেশনের কাজ শুরু হবে। বোর্ড সূত্র জানায়, গত ১ এপ্রিল দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। সব বোর্ড মিলে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী। ফল ঘোষণার তারিখ সম্পর্কে আন্তঃবোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপিকা তাসলিমা বেগম গতকাল নয়া দিগন্তকে বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল ঘোষণার প্রস্তুতি নিয়ে কাজ চলছে। from- অবাস্তব গল্প
Posted on: Thu, 18 Jul 2013 06:21:12 +0000

Trending Topics



"margin-left:0px; min-height:30px;"> Hello everyone we have been unpacking all morning and cleaning the
Amós 6 - 1. AI dos que vivem sossegados em Sião, e dos que
Dear #FIFA, for years there has been a question mark over the

Recently Viewed Topics




© 2015