HSTU Admission test: 2015 কিছু - TopicsExpress



          

HSTU Admission test: 2015 কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ *ভর্তি পরীক্ষা হবে ১ ঘন্টা ব্যাপী। তবে পরীক্ষা কক্ষেই প্রবেশপত্র প্রদান করা হবে বিধায় আধাঘন্টা আগেই পরীক্ষাকক্ষে ঢুকানো হবে। এজন্য পরীক্ষার রুটিনে সময় দেড়ঘন্টা দেয়া হয়েছে। সকালের পরীক্ষাগুলোর ক্ষেত্রে দুই ঘন্টা দেয়ার কারণও একই। *পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে এক্সট্রা ক্যালকুলেটর সঙ্গে রাখা ভালো। *পরীক্ষায় কোন পাস মার্ক নেই। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে। *উত্তরপত্রেই সাবজেক্ট চয়েস ফরম পূরণ করতে হবে।
Posted on: Tue, 21 Oct 2014 05:50:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015