I THINK ITS A MOST ROMANTIC POEM 2 ME..................ND MY - TopicsExpress



          

I THINK ITS A MOST ROMANTIC POEM 2 ME..................ND MY FAVRIT ALSO “ভালবাসি, ভালবাসি” __সুনীল গঙ্গোপাধ্যায় ধরো কাল তোমার পরীক্ষা,রাত জেগে পড়ার টেবিলে বসে আছ, ঘুম আসছে না তোমার হঠাত করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম- ভালবাস? তুমি কি রাগ করবে? নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে, ভালবাসি, ভালবাসি.. ধরো ক্লান্ত তুমি, অফিস থেকে সবে ফিরেছ, ক্ষুধার্ত তৃষ্ণার্ত পীড়িত.. খাওয়ার টেবিলে কিছুই তৈরি নেই, রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি তোমার হাত ধরে যদি বলি- ভালবাস? তুমি কি বিরক্ত হবে? নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে ভালবাসি, ভালবাসি.. ধরো দুজনে শুয়ে আছি পাশাপাশি, সবেমাত্র ঘুমিয়েছ তুমি দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম শশব্যস্ত হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি-ভালবাস? তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে? নাকি হেসে উঠে বলবে ভালবাসি, ভালবাসি.. ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে,মাথার উপর তপ্ত রোদ,বাহন পাওয়া যাচ্ছেনা এমন সময় হঠাত দাঁড়িয়ে পথ রোধ করে যদি বলি-ভালবাস? তুমি কি হাত সরিয়ে দেবে? নাকি রাস্তার সবার দিকে তাকিয়ে কাঁধে হাত দিয়ে বলবে ভালবাসি, ভালবাসি.. ধরো শেভ করছ তুমি,গাল কেটে রক্ত পড়ছে,এমন সময় তোমার এক ফোঁটা রক্ত হাতে নিয়ে যদি বলি- ভালবাস? তুমি কি বকা দেবে? নাকি জড়িয়ে তোমার গালের রক্ত আমার গালে লাগিয়ে দিয়ে খুশিয়াল গলায় বলবে ভালবাসি, ভালবাসি.. ধরো খুব অসুস্থ তুমি,জ্বরে কপাল পুড়ে যায়, মুখে নেই রুচি, নেই কথা বলার অনুভুতি, এমন সময় মাথায় পানি দিতে দিতে তোমার মুখের দিকে তাকিয়ে যদি বলি-ভালবাস? তুমি কি চুপ করে থাকবে?নাকি তোমার গরম শ্বাস আমার শ্বাসে বইয়ে দিয়ে বলবে ভালবাসি, ভালবাসি.. ধরো যুদ্ধের দামামা বাজছে ঘরে ঘরে,প্রচন্ড যুদ্ধে তুমিও অঃশীদার, শত্রুবাহিনী ঘিরে ফেলেছে ঘর এমন সময় পাশে বসে পাগলিনী আমি তোমায় জিজ্ঞেস করলাম- ভালবাস? ক্রুদ্ধস্বরে তুমি কি বলবে যাও? নাকি চিন্তিত আমায় আশ্বাস দেবে,বলবে ভালবাসি, ভালবাসি.. ধরো দূরে কোথাও যাচ্ছ তুমি,দেরি হয়ে যাচ্ছে,বেরুতে যাবে,হঠাত বাধা দিয়ে বললাম-ভালবাস? কটাক্ষ করবে? নাকি সুটকেস ফেলে চুলে হাত বুলাতে বুলাতে বলবে ভালবাসি, ভালবাসি ধরো প্রচন্ড ঝড়,উড়ে গেছে ঘরবাড়ি,আশ্রয় নেই বিধাতার দান এই পৃথিবীতে,বাস করছি দুজনে চিন্তিত তুমি এমন সময় তোমার বুকে মাথা রেখে যদি বলি ভালবাস? তুমি কি সরিয়ে দেবে? নাকি আমার মাথায় হাত রেখে বলবে ভালবাসি, ভালবাসি.. ধরো সব ছেড়ে চলে গেছ কত দুরে, আড়াই হাত মাটির নিচে শুয়ে আছ হতভম্ব আমি যদি চিতকার করে বলি- ভালবাস? চুপ করে থাকবে?নাকি সেখান থেকেই আমাকে বলবে ভালবাসি, ভালবাসি.. যেখানেই যাও,যেভাবেই থাক,না থাকলেও দূর থেকে ধ্বনি তুলো ভালবাসি, ভালবাসি, ভালবাসি.. দূর থেকে শুনব তোমার কন্ঠস্বর,বুঝব তুমি আছ,তুমি আছ ভালবাসি, ভালবাসি........ ...
Posted on: Wed, 10 Dec 2014 13:37:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015