ISRAEL SAYS ASSAD MUST STAY - TopicsExpress



          

ISRAEL SAYS ASSAD MUST STAY ............ বাস্তবিকপক্ষে অবাক হওয়ার কিছুই নেই ।। তবে পশ্চিমা মিডিয়া এবং মুসলিম ভূখণ্ডের এদের আজ্ঞাবহ মিডিয়ার সাধারণ প্রচারণায় যখন আপনি ভেবে নেন , অমক - তমকের শ্ত্রু তখনি অবাক হবেনই ।। যে ইরান ইসরাইলের উপর একটি গুলিও ছুঁড়েনি , সে হয়ে যায় ইস্রাইলের শ্ত্রু !!!! যে আহমেদিনিজাদকে নিউইয়র্কে সর্বাধিক নিরাপত্তা দান করে মার্কিন প্রশাসন , সে আহমেদিনিজাদ দ্বারাই জাতিসংঘ নামক মার্কিন কমিউনিটি সেন্টারে মার্কিন বিরোধিতার নাটক মঞ্চায়ন হয় , অনেকে তা বিশ্বাসও করে নেয় !! যে আসাদ এবং তার পরিবার বছরের পর বছর ধরে গোলান মালভূমিতে মার্কিনদের অপ্রকাশ্য আজ্ঞাবহ হয়ে ইস্রাইলের সীমানা রক্ষা করে আসছে , সে আসাদ হয় নাকি ইস্রাইলবিরোধী !! আসাদের মুসলিম গনহত্যায় সহযোগী লেবাননের হিজবুত লাতকে উপস্থাপন করা হয় ইস্রাইলের শ্ত্রুপক্ষ হিসেবে !! খিলাফাহ ধ্বংসকারী এবং পশ্চিমা দোসর অভিশপ্ত কামালকেও পশ্চিমারা একদা উপস্থাপন করেছিল তাদের শ্ত্রু হিসেবেই !! এভাবে হাজারও নাটক মঞ্চায়ন করে পশ্চিমারা ।। উম্মাহকে বিভ্রান্তের বেড়াজালে নিপতিত করে রাখার জন্যই ।। অন্যদিকে পরাশক্তি হিসেবে মার্কিনদের খুঁড়িয়ে দেওয়া এবং ইস্রাইলের অস্তিত্বের জন্য জাতশ্ত্রু তাওহীদ প্রতিষ্ঠায় জিহাদ ফি সাবিলিল্লাহরত আল-কায়দা- তালেবান বলয়কে এক দল আবালের স্বর্গে বসবাসকারী ভেবে নেয় আল-কায়দা - তালেবান বলয় নাকি আমেরিকা - ইস্রাইলের তৈরি !!!!
Posted on: Wed, 05 Nov 2014 07:36:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015