Inbox by Nazrul Islam সবাই মনে রাখবেন - - TopicsExpress



          

Inbox by Nazrul Islam সবাই মনে রাখবেন - আমরা কোন প্রকার রক্তদান (ব্লাড ডোনেশন) অনুষ্ঠান করছি না । Note- This is NOT A BLOOD Donations PROGRAM. আমরা রক্তযোদ্ধা তৈরি করবো । সকল যোদ্ধা ছড়িয়ে পড়বে সারাদেশে । সচেতন করবে মানুষকে । যার যার অবস্থান থেকে নিজ নিজ উদ্দেগ্যে স্বেচ্ছায় রক্তদান ও রক্তদাতাদের অনুপ্রানিত করবে । পাশাপাশি নতুন রক্তদাতা তৈরির জন্য রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম আয়োজনও করবে । আমরা বিভিন্ন সংগঠনের বন্ধুদের আমন্ত্রন জানাচ্ছি । আপনারা আসুন আমাদের সাথে দেখে নিন কিভাবে রক্তের গ্রুপ করতে হয় । আপনারাও আয়োজন করুন এই রকম কার্যক্রম । আশা করি রক্তের অভাব হবে না আমাদের দেশে । বাংলাদেশে প্রতি বছর মাত্র ১০ লক্ষ ব্যাগ রক্তে প্রয়োজন । আমরা একটু সচেতন হলে রক্ত যোগার করা সম্ভব । তাই এগিয়ে আসুন রক্তদানে । রক্তদানে কোন ধর্মীয় বাধা নেই । রক্তযোদ্ধা তৈরি কার্যক্রম ! (স্বেচ্ছায় রক্তদাতা ও রক্তের গ্রুপ সনাক্তকারী তৈরি কাযক্রম ) আমরা আগামী ০৫ ডিসেম্বর শুক্রবার ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত “ভ্রমণ বাংলাদেশ” এর অফিসে স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুকদের বিনামূল্যে রক্তের গ্রুপ সনাক্তকরা ও রক্তদাতাদের গ্রুপ নির্নয়কারী স্বেচ্ছাসেবক তৈরি কাযক্রম অনুষ্ঠিত হবে । উক্ত কার্যক্রমে অংশগ্রহন ইচ্ছুকদের নাম তালিকাভুক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে । আমাদের কার্যক্রমটি সফল করতে হাত বাড়িয়েছে “রক্ত সৈনিক” স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন । আমরা সারাদিন রক্তের গ্রুপ নির্নয়ের পাশাপাশি শিখবো রক্তের গ্রুপ করা । সবাইকে উদ্বুদ্ধ করবো স্বেচ্ছায় রক্তদানে । Vromon Bangladesh Office 113/1, Lalbag Road,Dhaka-1211 Beside Khan Mohammod Masjid 400Meter West Side of Lalbagh Fort)
Posted on: Thu, 04 Dec 2014 07:40:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015