Independent polls show that the Awami League is more - TopicsExpress



          

Independent polls show that the Awami League is more popular than the BNP, validate Bangladesh Election Commission voter turnout figures. Post election polls run by Democracy International show that the Awami League would have emerged victorious even if BNP had taken part in the recently concluded national elections. 43% of respondents said they would have voted for the AL while 35% said they would have voted for the BNP. 41% of voters in urban areas voiced their support for the ruling party while 30% said they would have voted for the BNP. The figures were 43% and 37% respectively in rural areas. A total of 41% of respondents from areas where elections were held said that they had cast their vote, echoing the official figure of 40% provided by the Election Commission. The figure would have been higher if not for the threat of violence posed by BNP-Jamaat activists. 73% of people who had cast their vote cited their desire to exercise their voting rights and to fulfill their duties as good citizens as motivating factors. The fieldwork for the survey was conducted from January 11th-15th, with 1,500 respondents age 18 and above, and meets international standards. Full report and analysis to follow. আওয়ামী লীগ বেশি জনপ্রিয় রাজনৈতিক দল; নির্বাচন কমিশনের তথ্য সঠিকঃ নিরপেক্ষ জরিপে প্রকাশ। আওয়ামী লীগ বিএনপির চেয়ে বেশি জনপ্রিয় এবং ৫ জানুয়ারী নির্বাচনে স রাজনৈতিক দল অংশগ্রহন করলে ভোটাররা আওয়াম বেছে নিতেন। ডেমোক্র্যাসি ইন্টারন্য এর সদ্য পরিচালিত এক নিরপেক্ষ জরিপে এই তথ্য উঠে এসেছে। ৪৩ শতাংশ ভোটার বলেছেন বিএনপি নির্বাচনে আস তারা আওয়ামী লীগের পক্ষেই রায় দিতেন। অন্যদিকে ৩৫ শতাংশ ভোটার বিএনপিকেই বেছে নিতেন। শহরাঞ্চলের ৪১ শতাংশ ভোটার আওয়ামী লীগের পক্ষে এবং ৩০ শতাংশ ভোটার বিএনপির পক্ষে রায় দিতেন বলে জানিয়েছেন। গ্রামাঞ্চলে এই হার যথাক্রমে ৪৩ শতাংশ ও ৩৭ শতাংশ। নির্বাচন কমিশনের প্রদত্ত পরিসংখ্যান সঠিক বলে রায় দিচ্ছে এই জরিপ। এখানে দেখা যায় ৪১ শতাংশ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন। যদি নির্বাচনকালীন সময়ে বিএনপি-জামাত সহিংসতার আশ্রয় না নিত তাহলে আরও বেশি ভোট পড়ত বলে জরিপে দেখা যায়। জরিপের ৭৩ শতাংশ অংশগ্রহণকারী বলছে , তাদের গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোট দেবার মধ্য দিয়ে। প্রসঙ্গত, নির্বাচনের পর ১১ থকে ১৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত জরিপে ১৫০০ জন অংশ নেন এবং এতে আর্ন্তজাতিক মান মেনে জরিপ করে ডেমোক্রেসি ইন্টা
Posted on: Sun, 02 Feb 2014 12:54:45 +0000

Recently Viewed Topics




© 2015