Inside Out: A Personal History of Pink Floyd বইটা - TopicsExpress



          

Inside Out: A Personal History of Pink Floyd বইটা পড়া শেষ হলো গতকাল রাতে... চমৎকার অভিজ্ঞতা পিঙ্ক ফ্লয়েডকে জানার জন্যে, যদিও, সম্ভবত আরও খানিকটা ভালো হতে পারত । কারণ, ব্যান্ডটা পিঙ্ক ফ্লয়েড- জানার আগ্রহ কখনোই শেষ হয় না যাদের নিয়ে । কয়েকটা জিনিশ স্পষ্টতই স্পষ্ট হয়ে উঠল । রিক রাইটসের পিঙ্ক ফ্লয়েড ছাড়া, কিংবা রজার ওয়াটার্সের পিঙ্ক ফ্লয়েড ছেড়ে দেয়ার কারণগুলোও দেখলাম । একটু অন্যরকম শোনা গেলেও, ব্যাপারগুলো যতোটা মতভিন্নতার কারণে হয়েছে, তার থেকে বেশি বৈষয়িক কারণেই । আর সেক্ষেত্রে পিঙ্ক ফ্লয়েডের ডিক্টেটরের নাম হচ্ছে রজার ওয়াটার্স- যার জন্যে রিক রাইটস পিঙ্ক ফ্লয়েড ছেড়ে চলে গেছিল, কিংবা রজার ওয়াটার্স বাধ্য করছিল ছাড়ার জন্যে । মাঝে মাঝে, বইয়ের বর্ণনায়, ব্যক্তিগতভাবে রজার ওয়াটার্সকে ঘাউড়া মনে হলো । নিক ম্যাসন সদাহাস্য, রিক রাইটস আকর্ষণীয় ব্যক্তিত্তসম্পন্ন আর গিলমোর পুরোদস্তুর ভদ্রলোক মিউজিশিয়ান- যার অবদান, শেষ পর্যন্ত পিঙ্ক ফ্লয়েডকে ধারাবাহিকতার এক সুতায় বেঁধে রাখার । কিছু কিছু কথা, যেগুলো আমিও মনেপ্রাণে মানি তার মধ্যে রিক রাইটসের একটা কথা- technique is so secondary to ideas আর নিক ড্রামিং সম্পর্কে নিক ম্যাসনের দৃষ্টিভঙ্গি- I have never been a fan of gymnastic workouts at the kit, by myself or anyone else. দুইটা কথা একই সুরে গাঁথা, এবং যার সারাংশ দিয়ে দুই হাজার সালপরবর্তী বাংলাদেশ ব্যান্ড মিউজিকের যে সাধারণ প্রবণতা শোম্যানশিপের- সেটার মর্মমূলে আঘাত করা যায় । সঙ্গত কারণেই দেশি এই ব্যান্ডগুলোর মর্মে রক দর্শন কাজ করে না, কাজ করে পশ্চিমা জগতের উপরিতলের যে ব্যাপার স্যাপার আছে- সেগুলো গায়ে মেখে ব্যান্ড ময়ূর ভেকধারী কাউয়া হওয়ার প্রবণতা । আর আমাদের শ্রোতারাও তো- মাশাল্লাহ ! পুরো বইটার পোস্টস্ক্রিপ্টে ম্যাসন বর্ণনা করছে ২০০৫ এ হাইড পার্কে লাইভ এইট কন্সার্টে কীভাবে পিঙ্ক ফ্লয়েড একত্রিত হইলো আবার । ব্যাপারটা মহাকাব্যিকতার একটা অনুভব আসলো, কিন্তু ট্র্যাজেডি ছাড়া তো মহাকাব্য শেষ হয় না । বইয়ে উল্লেখ করা এই রিইউনিয়নে সবাই ছিল, ছিল না সিড ব্যারেট ! সে তখনও বেঁচে । রজার ওয়াটার্স ছোট্ট করে, হয়তো অনেক কিছু ভেবেই উইশ ইউ অয়্যার হেয়ার গানটা শুরু করে তাকে মনে করে- যে লোকটা সম্পর্কে নিক ম্যাসন লিখছে- Syd was the nucleus that created Pink Floyd. Although the band continued and grew after he had gone, my own view is that in a business that makes the theory of chaos look like a Machiavellian strategy, without his initial influence, the odds are that none of us might have found our way into the music business and Pink Floyd in any form would simply not have existed...
Posted on: Sat, 11 Oct 2014 05:40:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015