Justic shuvo নাদিয়া খাটে শুয়ে - TopicsExpress



          

Justic shuvo নাদিয়া খাটে শুয়ে শুয়ে চ্যাটিং ক রাত ১টা.. বাবা মা কোন খোঁজ খবর রাখে না..আধুনিক যুগ! মেয়ে বুঝতে শিখেছে ইচ্ছেমত স্বাধীনতা দেয়া হয়েছে! জহির সাহেব পয়সাওয়ালা মানুষ। বয়স ৩৮ হবে..সন্তান আছে ২টা.. রাত হলে স্ত্রী ঘুমিয়ে গেলে PC তে বসে মেয়েদের সাথে flrt করেন facebook কিংবা কোন ম্যাসেনজারে। নাদিয়ার এই জহির সাহেবের সাথে অনেকদিনের সম্পর্ক.. skype থেকেই পরিচয়! দুইজনেই খুব romantic আলোচনা করেন..২জনেই fake নাম দিয়ে রেখেছে.. profile pic দুইজনেরই Cartoon এর ছবি দেয়ার সুবাদে কেউ কাউকে দেখে নি। আজ একজন আরেকজনকে বলল Video chat করি চলো.. নাদিয়া Dress টাকে একটু কাঁধ থেকে সরিয়ে নিলো..যাতে বুক টা হালকা দেখা যায়.. জহির সাহেব অস্থির হয়ে উঠেছেন.. নাদিয়া Camera On করল! একজন আরেকজনকে দেখে জহির সাহেব চিত্কার করে উঠে বললেন,নাদিয়া ?? নাদিয়া shocked হয়ে just এইটুকু বলল, বাবা ??
Posted on: Fri, 18 Oct 2013 11:40:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015