MARKET ANALYSIS & PREDICTION:২৯এ - TopicsExpress



          

MARKET ANALYSIS & PREDICTION:২৯এ জুলাই,২০১৩ মঙ্গলবারঃ আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সূচক ৬৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সেইসাথে ৩৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে যা আগের দিনের তুলনায় বেশ কিছুটা বেশি। আজকে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত সাধারন সূচক বেড়েছে আস্তে আস্তে সেল প্রেসার কমে যাচ্ছে ঈদ পর্যন্ত। গতদিনের তুলানায় আজকেও সবচেয়ে বেশি লেনদেন হইছে FUEL & POWER সেক্টরে ৭৫ কোটি, এছাড়া ENGINEERING সেক্টরে ৪২ কোটি, TELECOM সেক্টরে ৪১ কোটি (যদিও GP এর লেনদেন বন্ধ ছিল ), TEXTILE সেক্টরে ৩৩ কোটি, PHARMA সেক্টরে ২৯ কোটি, BANK সেক্টরে ১৫ কোটি এবং MUTUAL FUND ও ভ্রমন সেক্টরে ১৪ কোটি টাকা। আগের পূর্বাভাষ অনুযায়ী আজকে ICB এর সকল Fund গুলি তে বেশ ভাল Dividend Declare করেছে। মার্কেট এ প্রচার আছে যে বেশ কিছু প্রাতিষ্ঠানিক এবং বিদেশী বিনিয়োগকারীদের বেশিরভাগ HIGH PAID UP CAPITAL এর শেয়ার High Rate এ দুই সপ্তাহ আগে কিনার কারনে তারা বিশেষ শেয়ারগুলিকে আবার উঠানোর চেষ্টা করে যাচ্ছে সেইসাথে আগামীকালও এই শেয়ার গুলি বেশ বাড়তে পারে। এখন আসি আগামিকাল মার্কেট কেমন যাবে? কালকে DGEN সূচক শুরু থেকে একটু মিশ্রভাব বজায় থেকে দিনশেষে মোটামুটি AVERAGE থাকবে এবং লেনদেন ৩০০ থেকে ৪০০ কোটি টাকা পেরিয়ে যেতে পারে। আজকে TELECOM Sector এ BSCCL এর লেনদেন বেশ বেড়েছে কেননা সম্প্রতি ভারত সরকার তাদের Seven Sister (সাতটা প্রদেশ) এর উল্লেখযোগ্য হারে Bandwidth নেয়ার জন্য এই বুধবার বাংলদেশ সরকারের সাথে উচ্চ পযায় বৈঠক আহবান করেছে-এজন্য এই খাতে লেনদেন কাল থেকে আরও বাড়তে পারে। সুতরাং আমি আশা করবো আমাদের গ্রুপ মেম্বারগনরা একটু মার্কেট দেখে শুনে Invest করবেন। গতকালের মত আজকেও খাতভিত্তিক লেনদেন বাড়তে পারে যেমন Textile Sector, Oil & Power Sector, Pharma Sector, Telecom Sector, Travel&Leisure Secotr, BANK Sector, MUTUAL FUND ইত্যাদি, এছাড়া অন্য Sector এ মিশ্র প্রবনতা বজায় থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। ......................... Written By: Analysis Mostofa
Posted on: Mon, 29 Jul 2013 16:51:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015