Main head: পার্ক স্ট্রিট - TopicsExpress



          

Main head: পার্ক স্ট্রিট চত্বরে শ্লীলতাহানির অভিযোগ Byline: ডিজিটাল ডেস্ক Date and place: কলকাতা, ২৮ সেপ্টেম্বর, ২০১৩ Image: feed_image: hometab_intro: শহরে ফের নারী নিগ্রহ৷ আবারও ঘটনাস্থল সেই পার্ক স্ট্রিট৷ পুলিশের তত্‍পরতায় গ্রেফতার চার অভিযুক্ত৷পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে পুরুষ বন্ধুকে নিয়ে পার্ক স্ট্রিটের ওই পানশালায় যান চিত্‍পুর থানা এলাকার বাসিন্দা এক তরুণী৷ Image Credit: এবিপি আনন্দ। rating: 0 শহরে ফের নারী নিগ্রহ৷ আবারও ঘটনাস্থল সেই পার্ক স্ট্রিট৷ পুলিশের তত্‍পরতায় গ্রেফতার চার অভিযুক্ত৷পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে পুরুষ বন্ধুকে নিয়ে পার্ক স্ট্রিটের ওই পানশালায় যান চিত্‍পুর থানা এলাকার বাসিন্দা এক তরুণী৷ একটি টেবিলে বসে তাঁরা খাচ্ছিলেন৷ অভিযোগ, সেই সময়ই পাশের টেবিল থেকে তরুণীকে উদ্দেশে করে কটূক্তি করেন চার যুবক৷ প্রতিবাদ করেন তরুণী ও তাঁর বন্ধু৷ শুরু হয় বচসা৷ read more bit.ly/19cryTB #Bangladesh #fa cebook #all
Posted on: Sat, 28 Sep 2013 13:20:55 +0000

Recently Viewed Topics




© 2015