Meaningful or Meaningless? - Introduction (Part-01) - TopicsExpress



          

Meaningful or Meaningless? - Introduction (Part-01) ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে জার্মান ফিলোসফার Friedrich Nietzsche এই মহাবিশ্বকে অর্থহীন বলে দাবি করেছিল। Nietzsche এর মতে সবরকম ফিলোসফি, সকল ধর্ম, বিজ্ঞান , সাহিত্য , শিল্প অর্থহীন মহাজাগতিক ক্যানভাসে (Cosmic Canvas) অর্থকে আঁকার ব্যর্থ চেষ্টা করছে।[১] Nietzsche এর মত যারা বিশ্বাস করে এই মহাবিশ্ব অর্থহীন , উদ্দেশ্যহীন ,যারা বলে বেড়ায় Were atoms in the void, get it? তারা Nihilist নামে পরিচিত।Nihilistরা যে ফিলোসফিকে ফলো করে সেটার নাম হল Nihilism। ল্যাটিন শব্দ Nihil এর অর্থ হল Nothing। ঊনবিংশ শতাব্দীতে রাশিয়ায় Alexander II এর শাসনামলে Nihilism এর জন্ম হয়েছিল। [২] আসলে Nihilism এর জন্ম আরো আগেই গ্রীসে হয়েছিল নাস্তিক দার্শনিক Epicurus এর দ্বারা। Epicureanism এর মতে এই মহাবিশ্ব হল Meaningless, Godless , Purposeless।[৩] সহজ কথায় Nihilist মানেই নাস্তিক ,বস্তুবাদী , উপযোগবাদী। যাহোক , আমি সিরিজটা লিখছি এই Nihilistদের বিরুদ্ধে। এখানে মনে রাখা দরকার যে Nihilism এমন এক বিষের নাম যা কিনা বর্তমানে ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি অনেকে ফলো করছে। কেউ ইচ্ছাকৃতভাবে Nihilist হচ্ছে আবার কেউ Nihilistদের মত জীবন-যাপন করছে শুধুমাত্র জুমুআর স্বলাত ও রমাদ্বানে ইসলাম পালন করার মাধ্যমে। এখন Meaningful আর Meaningless এর ডেফিনেশন নিয়ে একটু আলোচনা করি। আমি এখানে খুবই সরল ডেফিনেশন দিব। খুব জটিল ধরনের ডেফিনেশনটা আলোচনা করছি না। পোস্টটা পড়েই বুঝতে পারছেন যে এটা Meaningful পোস্ট। কিন্তু Meaningful হল কি করে? কারণ হল আমি বাক্যের মধ্যে শব্দগুলোকে সঠিকভাবে সাজিয়ে লিখেছি অর্থাৎ বাক্যের Proximity (আসত্তি) ঠিক আছে । কিন্তু এই পোস্টের প্রথম বাক্য যদি আমি এভাবে লিখতাম যে দিকে ঊনবিশং শেষ জার্মান...। তাহলে বাক্যটা অর্থহীন হত। আবার আমি যদি লিখতাম যে হাতিরা আকাশে উড়ে তাহলে বাক্যটা অর্থহীন হত বাক্যের যোগ্যতা গুণের অভাব । লক্ষ্য করুন হাতিরা আকাশে উড়ে বাক্যটার প্রতিটা শব্দের বিশুদ্ধ অর্থ আছে কিন্তু শব্দগুলোকে সঠিকভাবে ব্যবহার না করায় বাক্যটা অর্থহীন হয়েছে। তেমনি অর্থপূর্ণ শব্দগুলোকে যদি সঠিকভাবে সাজানো না হয় তাহলেও বাক্যটা অর্থহীন বলেই গণ্য হবে। এই কথাগুলো যেমন ব্যাকরণের জন্য প্রযোজ্য তেমনি বিজ্ঞানের ভাষা অর্থাৎ গণিতের ক্ষেত্রেও প্রযোজ্য। গণিত কিন্তু নির্দিষ্ট ধাপে ধাপে এগোয়। গণিতের কোন একটা ধাপে যদি সামান্য +/- চিহ্নও ভুল লেখা হয় তাহলে ফলাফল পুরো অন্যরকম আসে। অদ্ভুত ব্যাপার হল এই মহাবিশ্ব যদি Meaningless ই হয় তাহলে গণিতের প্রতিটা ধাপ একইসাথে Meaningful এবং Accurate হওয়ার আবশ্যকতার মানে কি? এর মানে হল মহাবিশ্ব হল Meaningful এবং Balanced। কারণ মহাবিশ্ব যদি Balanced না হত ,Physical Constantগুলোর যদি Constancy না থাকত তাহলে Mathematical Equation দিয়ে এই মহাবিশ্বের প্রকৃতিকে প্রকাশ করা সম্ভব হত না।মহাবিশ্ব Meaningful না হলে গণিতের সমীকরণগুলোতে সংঘর্ষ দেখা দিত , এক সমীকরণ দ্বারা অন্য সমীকরণকে প্রমাণ করা যেত না। বিজ্ঞানের ভাষা হত বিক্ষিপ্ত। কিন্তু গণিত মোটেই এইরকম না বরং গণিত খুবই Stable। Nihilistরা দাবি করে যে এরা Scientific Rationalism ফলো করে। অথচ তাদের এই দাবি হাস্যকর। বাকি পর্বগুলো পড়লে হয়তো আমার এই কথাটা বুঝতে পারবেন। এই সিরিজটা ৫-৬ পর্বের মধ্যে শেষ করব । যদি আরো তথ্য দেবার ইচ্ছে করে তাহলে আরো বড় হতে পারে সিরিজটা। আগামী শুক্রবারের আগে ২য় পর্ব দেবার চেষ্টা করব , ইনশাআল্লাহ্‌ । তথ্যসূত্র:- [১]Beyond Good And Evil by Friedrich Nietzsche [২]Encyclopaedia Britannica 2013 [৩] Moral Darwinism By Benjamin Wiker
Posted on: Fri, 30 May 2014 17:59:36 +0000

Trending Topics



such a
WAIT A SECOND! You mean to tell me, that there is a Magical man

Recently Viewed Topics




© 2015