[Mega Quiz] # 3.5 আজ প্রখ্যাত - TopicsExpress



          

[Mega Quiz] # 3.5 আজ প্রখ্যাত বাঙ্গালী কবি সুধীন্দ্রনাথ দত্ত –এর ১১৩তম জন্মবার্ষিকী। তিনি ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতিবাগানে জন্মগ্রহণ করেন। ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকুরির মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। এরপর পত্রিকা সম্পাদনা ও অধ্যাপনার সাথে যুক্ত হন। তিনি ১৯৫৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯৫৯ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। সুধীন্দ্রনাথ বাংলা ভাষার একজন প্রধান আধুনিকতম কবি। বিংশ শতকের ত্রিশ দশকের যে পাঁচ জন কবি বাংলা কবিতায় রবীন্দ্র প্রভাব কাটিয়ে আধুনিকতার সূচনা ঘটান তাদের মধ্যে তিনি অন্যতম। তার কাব্যগ্রন্থ ছয়টি; তন্বী (১৯৩০), অর্কেষ্ট্রা (১৯৩৫), ক্রন্দসী (১৯৩৭), উত্তর ফাল্গুনী (১৯৪০), সংবর্ত (১৯৫৩) ও দশমী (১৯৫৬)। এছাড়াও তাঁর দুটি প্রবন্ধ গ্রন্থ হলো- স্বগত (১৯৩৮), কুলায় ও কালপুরুষ (১৯৫৭)। দার্শনিক চিন্তা, সামাজিক হতাশা এবং তীক্ষ্ণ বুদ্ধিবাদ তার কবিতার ভিত্তিভূমি। বিংশ শতকের মানুষের নানা সংশয় ও বিশ্বাসহীনতা তার কবিতার আর একটি প্রধান সুর। তিনি ১৯৬০ সালের ২৫ জুন কলকাতায় মৃত্যুবরন করেন। সুধীন্দ্রনাথ দত্তকে বাংলা কবিতায় কোন রীতির প্রবর্তক বলা হয়? ক. রোমান্টিক রীতির প্রবর্তক খ. পাশ্চাত্য রীতির প্রবর্তক গ. ধ্রুপদী রীতির প্রবর্তক ঘ. চলিত রীতির প্রবর্তক
Posted on: Thu, 30 Oct 2014 11:59:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015