Microsoft কে পাল্টা জবাব দিতে - TopicsExpress



          

Microsoft কে পাল্টা জবাব দিতে বাজারে হাই অ্যান্ড ট্যাব নিয়ে এসেছে নকিয়া! নকিয়া কর্তৃপক্ষের কাছ থেকে মোবাইল ডিভিশন কিনে নেওয়ার মাইক্রোসফট নকিয়া স্মার্টফোন থেকে নকিয়া নাম বাদ দিয়ে সেখানে নিজেদের ব্র্যান্ড নাম মাইক্রোসফট বসিয়েয়ে। ফলে প্রযুক্তি পণ্যের বাজার থেকে নিশ্চিত হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল নকিয়া নামটির। মাইক্রোসফট অনেক আগে থেকেই ট্যাব বাজারজাত করে আসছে। আর তাই স্মার্টফোন দিয়ে নকিয়া নাম বাদ দেওয়ায় প্রযুক্তি পণ্যের বাজারে আবারো প্রবেশ করার জন্য এবং মাইক্রোসফটকে সমুচিত জবাব দেওয়ার জন্য অ্যান্ড্রয়েড ট্যাব নিয়ে বাজারে ফিরেছে ফিনল্যান্ডের নকিয়া কর্তৃপক্ষ। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় নকিয়ার এন১ মডেলের ট্যাবলেট পিসির। অ্যান্ড্রয়েড ৫.০ ললিপটপ অপারেটিং সিস্টেমের এই ট্যাবে রয়েছে ৭.৯ ইঞ্চি আইপিএস ডিসপ্লে (২০৪৮ বাই ১৫৩৬ পিক্সেল রেজ্যুলেশন), ২.৩ গিগাহার্জ ইন্টেল অ্যাটম প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৩২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি, মোমেরি কার্ড স্লট, নকিয়া জেড লঞ্চার, ফুল এইচডি ভিডিও রেকর্ডিং সুবিধার ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫৩০০এমএএইচ ব্যাটারি প্রভৃতি। বেশ আকর্ষণীয় ডিজাইনের এই ট্যাবটি দারুণ সাড়া ফেলতে সক্ষম হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ২৫০ ডলার মূল্যের এই ট্যাবটি আগামী বছর বাজারে আসবে।
Posted on: Thu, 20 Nov 2014 16:08:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015