Muhammed Zafar Iqbal স্যার, আমাদের - TopicsExpress



          

Muhammed Zafar Iqbal স্যার, আমাদের প্রজন্মের ভেতরে দেশপ্রেমের তীব্রতা সৃষ্টিতে গত দুই দশকে আপনার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ; আমরা এটা অনুভব করি। আমরা বড় হয়েছি আপনার সৃষ্টি করা চরিত্রগুলোর মতো দেশপ্রেমিক হয়ে উঠার প্রেরণা নিয়ে; আপনার লেখা পড়েই আমরা ভালো করে দেশের শত্রু চিনেছি; আপনার কাছ থেকেই দেখতে শিখেছি একটা নতুন বাংলাদেশের স্বপ্ন। আমরা বিশ্বাস করি, এই প্রজন্ম এখন প্রস্তুত; আর বেশী সময় হয়তো লাগবে না, দেশটাকে নিয়ে আমরা এগিয়ে যাবই। শুভ জন্মদিন।
Posted on: Mon, 23 Dec 2013 14:00:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015