News updates ফ্রান্সের বিতর্কিত - TopicsExpress



          

News updates ফ্রান্সের বিতর্কিত রম্য পত্রিকা শার্লি এবদোর নতুন সংখ্যায় মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর কার্টুন ছাপানোর প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হয়েছে। - সেনেগাল ও মৌরিতানিয়ায় বিক্ষোভকারীরা ফ্রান্সের জাতীয় পতাকা পোড়ায়। মৌরিতানিয়ার প্রেসিডেন্ট ওলুদ আবদেল আজিজ বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘বিতর্কিত ওই কার্টুন শুধু আমাদের ধর্মের ওপর নয়, বিশ্বের সব ধর্মের প্রতিই অবজ্ঞাসূচক।’ - শুক্রবার পাকিস্তানের করাচিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পেশোয়ার ও মুলতানে বিক্ষোভকারীরা রাস্তায় ফ্রান্সের পতাকা পোড়ায়। বিক্ষোভ সমাবেশ হয় ইসলামাবাদ ও লাহোরে। - শার্লি এবদোতে নতুন করে মহানবী (সা.)-এর ছবি ছাপিয়ে ‘ঘৃণাকে উসকে দেওয়া’ হয়েছে বলে মন্তব্য করেছে কাতার ও বাহরাইন। - জর্ডানের আম্মানে প্রায় আড়াই হাজার বিক্ষোভকারী আল-হুসেইনি মসজিদ থেকে বেরিয়ে ক্ষোভ প্রকাশ করে। বিক্ষোভকারীরা ‘মহানবীকে (সা.) অপমানই বৈশ্বিক সন্ত্রাসবাদ’ লেখা একটি ব্যানার প্রদর্শন করে। - আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে তিন হাজারের বেশি বিক্ষোভকারীর সঙ্গে দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা কেউ কেউ প্যারিসে হামলাকারী কোশি ভাইদের প্রতি সমর্থন জানায়। In Muslim nations, people are getting angry due to insult of Prophet Mohammad (saw) by reprinting cartoons in western newspapers. In other hand so-called worlds leaders doing rallies with war criminals for the sake of Freedom of expression. Worlds leaders who kept silent when Zionist massacres in Gaza. World is getting polarized !
Posted on: Mon, 19 Jan 2015 04:15:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015