One night at the call centre বইটা পড়ে শেষ - TopicsExpress



          

One night at the call centre বইটা পড়ে শেষ করলাম একটু আগে। শেষের টুইস্টটা অসাধারণ! ভয় পাইছি শেষ পৃষ্ঠাটা পড়ে। Chetan Bhagat এর গল্প বলার ধরনটা আমার খুব ভাল লেগেছে। এরপরে কি হবে, এরপরে কি হবে, এই টানটা খুব অনুভব করা যায়, তাঁর বইগুলো পড়লে.. এখন পড়বো চেতন ভগতেরই লেখা আরেকটা বই,নামঃ Five Point Someone. এই বইয়ের কাহানি অনুসারেই Three Idiots মুভিটা বানানো হয়েছিলো।
Posted on: Sun, 18 Aug 2013 18:29:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015