#Ovi ★★★★ এক কথায় প্রকাশ ★★ - TopicsExpress



          

#Ovi ★★★★ এক কথায় প্রকাশ ★★ ★★ শ্রদ্ধার সঙ্গে বরণ করার যোগ্য ←→ বরেণ্য ★★ হাতে পরার গহনা ←→ কঁাকন ★★ নিজের লোক ←→ স্বজন ★★ নদী ও সাগরের ঢেউ ←→ ঊর্মি ★★ নিজের জীবন উত্সর্গ করেছে যে ←→ আত্মদানকারী ★★ যা বলার যোগ্য ←→ বক্তব্য ★★ যা অর্জিত হয়েছে ←→ অর্জন ★★ যা বাক্যে প্রকাশ করা যায় না ←→ অবাক ★★ যা সহজে লাভ করা যায় ←→ সুলভ ★★ যা বিশ্বাস করা যায় না ←→ অবিশ্বাস্য ★★ যা সম্পন্ন করা যায় না ←→ অসাধ্য ★★ যা কষ্টে লাভ করা যায় ←→ দুর্লভ ★★ যা শব্দ করছে ←→ শব্দায়মান ★★ যা নিয়ত পরিবর্তিত হচ্ছে ←→ পরিবর্তনশীল ★★ যা পূর্বে ছিল এখন নেই ←→ ভূতপূর্ব ★★ যা দেখা যায় না ←→ অদৃশ্য। ★★ যা কথায় বর্ণনা করা যায় না ←→ অবর্ণনীয়। ★★ যা কষ্টে জয় করা যায় ←→ দুর্জয় ★★ যা জলে ও স্থলে চরে ←→ উভচর ★★ যা জলে জন্মে ←→ জলজ ★★ যা অবশ্যই ঘটবে ←→ অবশ্যম্ভাবী ★★ যা সাধারণত দেখা যায় না ←→ অসাধারণ ★★ যা পান করতে হয় ←→ পানীয় ★★ যা দ্বারা জানা যায় ←→ বিদ্যা ★★ যার কোনো সীমা নেই ←→ অসীম ★★ যার বিরাম নেই ←→ বিরামহীন ★★ যার মূল্য হয় না ←→ অমূল্য ★★ যার কোনো তুলনা নেই ←→ তুলনাহীন ★★ যার যশ আছে ←→ যশম্বী ★★ যার উপস্থিত বুদ্ধি আছে ←→ প্রতু্যত্পন্নমত ি ★★ যার দয়া নেই ←→ নির্দয় ★★ যার নাম কেউ জানে না ←→ অজ্ঞাতনামা ★★ যে গাছ কাজে লাগে না ←→ আগাছা ★★ যে বিবেচনা করে কাজ করে না ←→ অবিবেচক ★★ যে ভূমিতে জন্ম হয় ←→ জন্মভূমি ★★ যার শেষ নেই ←→ অশেষ ★★ যা হবেই ←→ অবধারিত ★★ যা লোপ পেয়েছে ←→ অবলুপ্ত ★★ যা প্রয়োগ করা যায় ←→ প্রযোজ্য ★★ যা করা প্রয়োজন ←→ কর্তব্য ★★ যা নিষেধ করা হয়েছে ←→ নিষদ্ধি ★★ যেখানে যুদ্ধ হয় ←→ রণক্ষেত্র ★★ যেখানে রাজার হাতি রাখা হয় ←→ হাতিশাল ★★ যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি ←→ টনটন ★★ যার শেষ নেই ←→ অনন্ত ★★ যার সীমা নেই ←→ অসীম ★★ যার মূল্য নির্ধারণ করা যায় না ←→ অমূল্য ★★ যাকে লঙ্ঘন করা কঠিন ←→ দুর্লঙ্ঘনীয় ★★ যাকে চেনা যায় না ←→ অচিন ★★ যে অভিযান করে ←→ অভিযাত্রিক ★★ যে উপকারীর উপকার স্বীকার করে ←→ কৃতজ্ঞ ★★ যে উপকারীর অপকার করে ←→ কৃতঘ্ন ★★ যে বেশি কথা বলে ←→ বাচাল ★★ যে হিংসা করে ←→ হিংসুক ★★ যে দয়া কামনা করে ←→ করুণাকামী ★★ যে ওষুধ চেপে চেপে শরীরে লাগাতে হয় ←→ মালিশ।
Posted on: Sat, 13 Sep 2014 09:02:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015