:P লবনাক্ত গরম পানি :P ¤ আজ - TopicsExpress



          

:P লবনাক্ত গরম পানি :P ¤ আজ আপনাদের জন্য রয়েছে বিশেষ রেসিপি লবনাক্ত গরম পানি!তা কিভাবে রান্না করবেন আসুন জেনে নেই.... ¤প্রথমেই একটি কয়লা কালা পাতিল নিবেন।তারপর ইচ্ছেমতো ছাই, বালু, ভিম সাবান যার যা কিছু আছে তা নারিকেলের ছোবরায় লাগিয়ে পাতিলের উপর ঝাঁপিয়ে পড়বেন,একদম ঝকঝকা চকচকা না হওয়া পর্যন্ত মাজতেই থাকবেন মাজতেই থাকবেন,এরপর পানিতে চুবিয়ে ডুবিয়ে ধূয়ে চকচকা পাতিলটিতে এক গ্লাস বিশুদ্ধ পানি ফুটাতে থাকবেন আর এক চা চামচ পরিমাণ নুন বা লবণ অল্প অল্প করে মিশাতে থাকুন।যেই দেখবেন লবণটা পানিতে মিশে গিয়েছে সাথে সাথে নামিয়ে একটি সুন্দর স্টীলের মগ বা গ্লাসে পরিবেশন করুন সুস্বাদু লবণাক্ত জুস বা পানি! ¤যারা খুশখুশে কাঁশিতে ভুগছেন তারা এই রেসিপিটি দিয়ে নিয়মিতো গড়গড়া করতে পারেন,তাতে আপনি হয়ে উঠবেন রাতারাতি সুন্দর কন্ঠের অধিকারী বা অধিকারানী! 8-) :D :P
Posted on: Thu, 01 Aug 2013 10:55:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015