#Post_no. 12 . #বীরপুরুষ কবিতার - TopicsExpress



          

#Post_no. 12 . #বীরপুরুষ কবিতার #হরতাল #Version:- :-D . মনে করো যেন মেইন রোড ঘুরে, গার্লফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি অনেকদূরে। দুজন যাচ্ছি মোটর রিকশায় চড়ে! সেদিন বিরোধীদের ছিল অবরোধ ভুলে গিয়ে সব বিপদ আপদ। বিএফ-জিএফ পৌঁছে গেছি ওই মোড়ে মোড়ে নেইতো কোনো মানুষজন, ভয়ে পেলো মোর জিএফ এর মন। বললাম আমি, ভয় পেয়োনা তুমি, মোড় পেরোতে এইতো কতোক্ষণ। এমন সময় হা রে রে রে রে রে! লাঠি হাতে আসলো কয়েকজন ফটাশ ফটাশ ককটেল খালি ফুটে, কেঁপে উঠলো মোর কলিজা খানি! জানের মায়া আছে যে মোর সাঁচা, আপন প্রাণ বাঁচা রে তুই চাচা! স্যান্ডেল খুলে দিলাম ঝেড়ে দৌড়, এক দৌড়ে পেরিয়ে গেলাম মোড়! জিএফ বলে যাসনে জান্টু ওরে, তুই পালালে কে বাঁচাবে মোরে? বললাম আমি পাগল নাকি? হারাইনি তো হুঁশ নিজের জান বাঁচায় যারা তারাই বীরপুরুষ।
Posted on: Tue, 06 Jan 2015 06:49:19 +0000

Trending Topics



d her dad. How did the human race appear? The
Oral argument in Taitz v Barack Obama, Senator Diane Feinstein and
Training staff may seem like a necessary evil / drain on resources

Recently Viewed Topics




© 2015