ReNamer - ফাইল রিনেম করার - TopicsExpress



          

ReNamer - ফাইল রিনেম করার প্রফেশনাল টুলস ফাইল রিনেম করা শুনতে খুব সহজ একটা কাজ মনে হলে ও মাঝে মাঝে এটা অনেক জটিল আর সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। যেমন কিছু সমস্যার কথা ভেবে দেখা যাক: ১. ৩০০ টা বিভিন্ন নামের ইমেজ ফাইলের নাম পরিবর্তন করতে হবে। My_Picture_01, My_Picture_02 এইভাবে ৩০০ পর্যন্ত। ২. ৩০০ টা বিভিন্ন নামের ইমেজ ফাইলের প্রথমে ক্রমিক নাম্বার বসাতে হবে। ৩. একটা ওয়েবসাইট থেকে শ-খানেক mp3 ডাউনলোড করেছেন সবগুলোর নামের শেষে (some_site) আছে। ফাইলের নাম অপরিবর্তিত রেখে শুধু (some_site) লেখাটা মুছবেন। ৪. কোন ফাইলের নাম আছে বড়-হাতের অক্ষরে আবার কোন ফাইলের নাম ছোট-হাতের অক্ষরে। সবগুলোকে একটা ফরম্যাটে করবেন। যেমন:- Uppercase, Lowercase, First letter capital, Capitilize every word ইত্যাদি। উপরে উল্লেখিত বিষয়গুলো সহ আরো অনেক ক্ষেত্রেই ফাইল রিনেম করার জন্য সাধারন নিয়মে একটা একটা করে করতে গেলে অনেক সময় ও ধৈর্য্যের পরিচয় দিতে হবে। তাই এসব ক্ষেত্রে ReNamer আপনার জন্য আশীর্বাদ স্বরুপ। অত্যন্ত দরকারী এই ফ্রিওয়্যারটি ডাউনলোড করুন এই লিংক থেকে। ________________________________________ এই ধরনের অন্যান্য লেখা: • একসাথে একাধিক ফাইল রিনেম করা ________________________________________ ফ্রিওয়্যার : Rapget ডাউনলোড ম্যানেজার Rapidshare, Megaupload সহ বিভিন্ন ফাইল হোস্টিং সাইটগুলো থেকে ফাইল ডাউনলোড করা অনেকের কাছে ঝামেলার ব্যাপার। কারন এসব সাইট থেকে ডাউনলোড করতে গেলে স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হয় যা নতুন ইউজাররা অনেক সময় ঠিকমত করতে পারেননা। তাদের জন্যই হচ্ছে Rapget। এই ডাউনলোড ম্যানেজারের বৈশিষ্ট্য সমূহ হচ্ছেঃ * এটা ফ্রিওয়্যার * ছোট ফাইল সাইজ। মাত্র ২০০ কিলোবাইট। * ৬৫ টা সাইট থেকে অটোডাউনলোড করতে পারে। * এক সাথে একাধিক ডাউনলোড করতে পারে। * ৪৫ টি ভাষা সাপোর্ট করে। এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার পর একটা ফোলডারে আনজিপ করুন। rapget.exe ফাইলটি রান করুন। যে ফাইলটি ডাউনলোড করতে হবে তার লিংকটি কপি করুন। উদাহারন হিসেবে নিচের লিংকটি কপি করুন। rapidshare/files/70976159/foxit_pdf_creator-setup.zip.html Links–Paste from Clipboard দিন। Start বাটন ক্লিক করুন। ডাউনলোড শুরু হয়ে যাবে। C:download এ ফাইলটি সেভ হবে। আশা করি এখন আর আপনাদের Rapidshare থেকে ডাউনলোড করতে সমস্যা হবেনা। ভালো লাগলে জানাবেন কিন্তু
Posted on: Sat, 22 Jun 2013 08:31:46 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015