SSC exam দেয়ার আগে farewell এর - TopicsExpress



          

SSC exam দেয়ার আগে farewell এর সমায়কার কিছু ছবি আর ভিডিও PC তে পেলাম। resolution ভয়াবহ রকমের খারাপ। কারন সেই আমলের 2MP camera মানে মাথাব্যথা বাড়ানোর সহজ উপায়। আর তখন বুঝি নি এই ছবি গুলোর গুরুত্ব কত হবে পরে, তাই হেয়ালি করে যা তুলছি অই গুলো এখন ভরসা। সবাই বদলে গেছে। বাইরের দিক থেকে। কিন্তু আমরা নিজেরা যানি ভিতরে আমরা কেমন আছি। সব এক রকম। এক অভ্যাস, এক স্বভাব। সব কিছুই এক। রিশাতঃ আগেও দাত দেখা যেত এখনো যায়। আর ঘুরে ফিরে টপিক একটা। সন্যাসী হব। প্রীতমঃ সব গুলা ভিডিও ছবি তে খাচ্ছে। খাওয়া বাদে কিছু নাই। এখনো খায়। কিছু কম। তন্ময়ঃ প্রথমে মোবাইল পরে ডিজিটাল ক্যামেরা আর এখন গলায় একটা যন্ত্র। উনি এখন সেই পুটু গ্রাফার। অনিকঃ আগের মতই বড় চুল। বাসা দিয়া চুল কাটার টাকা দিলে নাপিতের কাছে গিয়া সেভ করে। চুল আর কাটে না। গেমস এর গন্ধ পাইলে হয়। সব কাজ শেষ। গোলুঃ সেই সবুজ সোয়েটার। কলেজ পর্যন্ত দেখছি। এখন দেখা হয় না। হয়ত এখনো আগের মত সারা দিন পড়ে। হাফ ম্যাডঃ পাগলামির পরিমাণ বাড়ছে। খুব তাড়াতাড়ি ঠিকানা হবে পাবনায়। কিন্তু আগের মতই ভাল আছে। চন্দনঃ জন্ম নিছে মানুষ রে পচানোর বিশেষ ক্ষমতা নিয়া। এই পোস্টেও পচাবে। পুরা আগের মত কিছু বদলায় নাই। মাঝে মাঝে নারী বিষয়ে হাই হুতাশ করে আর কি। তপুঃ ভাল হইবে না জীবনে। দরকার হইলে সারা দিন ঝগড়া করবে কিন্তু নিজের ভুল স্বীকার করবে না। সালমান (পোদ্দার) ঃ এখনো আগে ব্যাট করবে, আগে বল করবে ক্যাপ্টেন্সিও করবে। আবিরঃ চোখে মুখে প্রতিভা। সারা দিন পড়া। সামসুঃ এখনো মহিলাবাজী কমে নাই। বিয়ার পরে নিজের ছেলের সাথে মিলে মহিলাবাজী করবে। আমিঃ টাইনা টুইনা ৪ লম্বা হইছি। কিন্তু আছি সেই আগের মতই বলদ। যত চেষ্টা করি বলদামি না করার তত বেশি কইরা করি। mb সল্পতার কারনে ছবি গুল আপলোড করতে পারলাম না। খুব তাড়াতাড়ি তোদের ইসমার্ট নেস এর মুখোশ খুলে ফেলব। সবাইকে দেখাব আগে তোরা কেমন ছিলি।
Posted on: Mon, 01 Sep 2014 15:52:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015