#Shakib_Shahriar_Prio IBA final tips at a glance: যারা - TopicsExpress



          

#Shakib_Shahriar_Prio IBA final tips at a glance: যারা বাংলা মিডিয়াম থেকে পরীক্ষা দিতে যাচ্ছ,তাদের জন্য অবশ্যই চান্স কঠিন,কিন্তু অসম্ভব না।কিছু বিষয় মাথাতে রাখা দরকার।Barons TOEFL,Cliffs TOEFL যারা এখনও পর নি,পরীক্ষার আগে মোটামুটি হলেও পড়ে ফেলা উচিত।যদি আত্ববিশ্বাস থাকে,এগুলো পড়ে শেষ করতে ১ মাস লাগে না।৮-১০ দিনেও মোটামুটি ধারনা নেয়া যায়। আর analytic ability মুলত পড়ে পড়ে অর্জন করা সম্ভব না।কেউ কেউ আছে,যারা ছোটবেলা থেকেই উপস্থিত বুদ্ধিতে দক্ষ।তবে analytic ability related ques গুলো চর্চা করে নিজেকে সত্যিকারভাবে ঝালাই করা উচিত। আর mathematics তেমন কঠিন হয় না।তবে জ্যামিতি তে একটু দক্ষতা দরকার। আর সব কথার আসল কথা হল,পরীক্ষার হলে বসে আন্দাজে বেশি বেশি উত্তর করা বোকামি।প্রতিটি section তে ৫ টি অপশন।আর প্রতিটি section এ আলাদা আলাদা পাস নম্বর তুলতে হবে,না হলে চান্স হবে না।পাস নম্বর প্রতিটা section এ ৪০%।কেউ যদি কোনো section এ ৩০ এ ১০ পায়(১২ তে পাস),আর বাকি ৯০ তে ৯০ পায়,তবু চান্স পাবে না কেউ যদি ৬০% উত্তর করে,তারও চান্স হয় IBA তে।কিন্তু মুল কথা একটাই,আন্দাজে বেশি বেশি না দাগানো।Sure হয়েই দাগাতে হবে।তবে written এ সব উত্তর করবে।এবার মানবণ্টন দেখ। Part 1(MCQ,75ques,75 marks,90min): 1.Section I(Language & Communication) 2.Section II(Mathematics30) 3.Section III(Analytical Ability15) Part II: Writing Ability(25 marks,30min,any 3 quetions like essay/paragraph/dialogue/summary/translation/sharing thoughts or status) In total:100marks,120mins
Posted on: Sat, 18 Oct 2014 17:35:05 +0000

Trending Topics



So, on the end of the spoiler manga release of KnB, theres a
OtterBox Black/Blue Commuter Case - iPhone 3G & 3GS CHECK PRICES

Recently Viewed Topics




© 2015