@ Since & For এর ব্যবহার @ জানা - TopicsExpress



          

@ Since & For এর ব্যবহার @ জানা জিনিস আরো একটু জেনে নিই। আমরা প্রায়ই Perfect tense এর ক্ষেতে Since & For ব্যাবহার করি। বলা হয় যে, ব্যাপক সময় এর পূর্বে For এবং নির্দিষ্ট সময়ের পূর্বে Since ব্যাবহার হয়। আরো একটু সহজভাবে জেনে নিই------------ 1. #FOR বাক্যের মধ্যে ঘন্টা (একঘণ্টা, তিনঘণ্টা ); সময় (একবছর, দুইমাস, তিনদিন, একসপ্তাহ) --- থাকলে For হয়। যেমন-- আমি দুই ঘন্টা ধরে পড়ছি = I have been reading for two hours. 2. #SINCE কিন্তু------- বাক্যের মধ্যে দিনের কোন ভাগের নাম (সকাল, দুপুর, রাত); কোন বারের নাম ( শনিবার, রবিবার) ; কোন মাসের নাম (জানুয়ারি, মার্চ) উল্লেখ থাকলে SINCE ব্যবহার হয়। যেমন-- সকাল থেকে বৃষ্টি হচ্ছে = It has been raining since morning. Thank u... & Stay with us. [Forgiveness is a great virtue] Atikur Rahman if u want to learn more , like this page & sec more extra ordinary things >>> অৰাক ৰিশ্ব /Surprise world
Posted on: Mon, 22 Sep 2014 05:41:53 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015