Strange but True...জানতে ক্ষতি - TopicsExpress



          

Strange but True...জানতে ক্ষতি কি!!!!!!! ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥ •►বিশ্বের সবচাইতে ধনী ৩ জন লোকের মোট টাকার পরিমান গরীব ৪৮ টি দেশের মোট টাকার চাইতেও বেশি। •► মশারা নীল রঙের প্রতি দুর্বল!! ঘরের বাতি নীল রঙের হলে মশার সংখ্যা বেড়ে যেতে পারে। •►পিঁপড়া হচ্ছে একমাত্র প্রাণী যেটি কখনো ঘূমায় না। •► আমরা বিভিন্ন জিনিসের স্বাদ নেই জিহ্বা দিয়ে, আর প্রজাপতি এ কাজটা করে পা দিয়ে। •► শামুক টানা তিন বছর ঘুমাতে পারে। •►ক্যাঙ্গারু এক লাফে ৩০ ফুট যেতে পারে। ★সাপ হচ্ছে একমাত্র সত্যিকারের মাংসাশী প্রাণী। কারণ অন্য প্রাণীরা কিছু না কিছু উদ্ভিদ জাতীয় খাবার খেলেও সাপ কখনোই তা করে না। ★ টোকিওতে একটা চিড়িয়াখানা বছরে টানা ২মাস বন্ধ থাকে যাতে প্রাণীগুলি ভিজিটরদের কাছ থেকে বিশ্রাম নিতে পারে। ★রেইন ফরেষ্ট এত্তো বেশি ঘন যে, মাটিতে ১% সূর্যের আলো পতিত হয়। ★ সিংগাপুর মানে সিংহের শহর, কিন্তু প্রাকৃতিকভাবে সেখানে সিংহ নাই। ★ ১৮১২ সালে ৮.৬ মাত্রার ভূমিকম্পে মিসিসিপি নদী কয়েক ঘন্টার জন্যে উল্টো দিকে প্রবাহিত হয় ! ★আনন্দদায়ক কিছু দেখলে আমাদের চোখের পিউপিল ৪৫% বেশী বড় হয়ে পড়ে। ★ চোখের কর্ণিয়া: দেহের একমাত্র অংশ যে রক্ত সঞ্চালন পায় না, সে সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেয়। ★ কবরের কোন লিঙ্গভেদ বা স্ত্রী-পুরুষ ভেদ নেই । কিন্তু দক্ষিণ নাইজেরিয়ার বিবিও (bibio) উপজাতিদের সমাজে মেয়েদের কবর হয় একটু ভিন্ন ধরণের , দেখলেই বোঝা যায় ওটা মেয়েদের কবর । কি করে ? মেয়েদের কবরের উপর ওরা রান্নাঘরের সব রকম হাঁড়িপাতিল দিয়ে সাজিয়ে রাখে । যে মেয়েটা মারা গেছে সে রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করত তার সবকিছু সাজিয়ে রাখা হয় তার কবরের ওপর । ওদের বিশ্বাস মেয়েরা কবরে গিয়েও তার ঘর সংসারের কাজই করবে । ★ ভারতের Pachsi উপজাতিদের সমাজে কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে স্ত্রীর সামনে দাঁড়িয়ে তাকে দেখিয়ে একটা বাঁশের কঞ্চি দুহাতে ধরে ২ টুকরা করে ফেললেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়!!!!!!!!!! LIKES দিতে ভুলবেন না!!!!!!!
Posted on: Mon, 13 Oct 2014 13:31:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015