Sympathy একটা নেশা। একবার কিছু - TopicsExpress



          

Sympathy একটা নেশা। একবার কিছু মানুষ থেকে এটা পেয়ে গেলে নেশাটা চড়ে বসে। আর বারবার পেতে ইচ্ছে করে। তার সবথেকে বড় প্রমান ফেসবুক। এখানে কিছু মানুষ তাদের দু:খ,হতাশা,অভিমান বারবার পোস্ট করে। আর বারবার ই মানুষ থেকে সিম্পথি পায়। তারপর আবার কিছুদিন পরই সেই একই দৃশ্য।আবেগ আর হতাশার ছাপ বারবার ফিরে আসে তাদের স্ট্যাটাস এ।মজার ব্যাপার হলো সিম্পথি দেখালে তাদের হতাশা আরো বাড়ে। হয়তো তাদের অবচেতন মন মানুষের সিম্পথির আশায় থাকে। আর একসময় তাদের ওভারলোড দু:খ দেখে পেট চেপে হাসিতে ফেটে পড়ে আমাদের মত কিছু মানুষ। আর ফ্রেন্ড লিস্টে যারাই আছেন প্লিজ কেউ আমার থেকে ফিচলে সিম্পথির আশা করবেন না। :) এই জিনিস ঘনঘন দিতে চরম অনীহা।আর হ্যা আপনাদের টাইমলাইন এ আপনি যা খুশি করতে পারেন আমার চুলকানি উঠার কথা নয়। তেমনি আমিও যা খুশি করলাম। :D :D আর ট্যাগ অনেক কেই করতে পারতাম। কিন্তু এই এভারেস্ট মাপের বেয়াদব ছেলের মধ্যে এখন ও কিছু ভদ্রতা আছে। তাই অপমান করলাম না। আর যার সাথে ট্যাগ করলাম সেটা শুধু আলোচনার জন্য। আজ সকালে তার সাথে এই নিয়ে আলোচনা হয়েছিলো। :)
Posted on: Thu, 08 Jan 2015 06:54:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015