This post was originally written by সালমান খান - TopicsExpress



          

This post was originally written by সালমান খান নিবিড়. Please accredit him if you wish to publish this post anywhere. HOW TO TRANSFER SEVIS: অনেকেই ভিসা না পেয়ে বা অন্য কোন কারণে সেভিস ট্রান্সফার করতে চান, সেভিসের বর্তমান নিয়মটি হল পে করার ৬ মাসের মাঝে আপনি সর্বোচ্চ তিনটা ভার্সিটিতে ট্রান্সফার করতে পারবেন ফ্রী তে, অর্থাৎ ৬ মাস পর্যন্ত এর মেয়াদ থাকবে, এরপর আপনি আর এটা ট্রান্সফার করতে পারবেন না, আপনাকে নতুন করে আবার পে করতে হবে। সেভিস ট্রান্সফার এর নিয়ম টা খুব সহজ [email protected] এই অ্যাড্রেস এ মেইল করবেন, সাবজেক্ট এর যায়গায় বড় বড় করে লিখবেন, “PLEASE TRANSFER MY I-901” এরপর মেসেজ বডি তে যেয়ে লিখবেন যে আপনি কেন ট্রান্সফার করতে চান, অর্থাৎ ভিসা হলে বলবেন যে ভিসা হয় নাই তাই স্কুল চেঞ্জ করতে চান অথবা অন্য কোন কারণ থাকলে সেটা ভাল করে স্পষ্ট কথায় ২-৩ লাইনে বুঝায়ে দিবেন। এরপর খুব সাবধানে আপনার বর্তমান সেভিস ইনফো দিবেন অর্থাৎ আপনি যে স্কুলে অলরেডি পে করেছেন, সেটার সমস্ত তথ্য আগের সেভিস কনফারমেশন এর কাগজ থেকে দেবেন, প্রথমে আপনার পাসপোর্ট অনুযায়ী নাম, জন্ম তারিখ, স্কুল কোড, সেভিস আইডি এবং কনফার্মেশন নাম্বার দিবেন, এরপর দিবেন যে স্কুলে ট্রান্সফার করতে চান সেই স্কুলের স্কুল কোড আর সেভিস আইডি। আপনাদের জ্ঞাতার্থে আমার সেভিস ট্রান্সফার এপ্লিকেশনের একটা এক্সাম্পল দিলাম, Dear Sir, It is to inform you that my name is Mohammad Salman Khan. My date of birth is 12/31/1994. my current sevis information is School code: NOL214F10340.00 SEVIS ID: N0011759360 Confirmation Number: CCC1430897052 As I didnt get visa last time with this ID, I have changed my institution, now I am going to apply for my F1 visa with another institution. Would you please transfer my sevis from this ID to this, School Code: CHI214F00…. SEVIS ID: N001203…. Regards, Mohammad Salman Khan. এভাবে পাঠায়ে দিবেন, ২৪ ঘণ্টার মাঝে ট্রান্সফার হয়ে যাবে, এরপর https://fmjfee এ যেয়ে সেভিস চেক করবেন, হয়ে গেলে প্রিন্ট করে নিজের কাছে এক কপি রেখে দিবেন যা ইন্টার্ভিউ এর দিন সাথে করে নিয়ে যাবেন। এভাবে আপনি ৬ মাসে ৩ টা ইউনিভার্সিটি চেঞ্জ করতে পারবেন একবার সেভিস দিয়ে, সেভিস দেয়ার ৬ মাস পর তা ক্যান্সেল হয়ে যায় তখন যদি আপনি আবার অন্য কোথাও এপ্লাই করেন তাহলে পুনরায় আপনাকে সেভিস দিতে হবে অর্থাৎ আগের সেভিসে আপনি যেতে পারবেন না। Reference: https://facebook/notes/800904969971186 সেভিস ফিস সংক্রান্ত নিচের ফাইল্গুলি পড়ুনঃ SEVIS ফী পেমেন্ট করবেন কিভাবে?: https://facebook/notes/586110034784015 Visa Preparation > From I-20 to US Visa:https://facebook/notes/514918051903214 Shortlist: From I20 to US VISA: https://facebook/notes/337259789669042 প্রবাসে উচ্চশিক্ষা বা ক্যারিয়ার সংক্রান্ত প্রশ্নের জন্য যোগদিন HigherStudyAbroad™ Bangladesh Chapter (HSA) এর ফেসবুক ফোরামেঃ https://facebook/groups/HigherStudyAbroa
Posted on: Fri, 12 Dec 2014 10:47:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015