Tips For Mobile Photography...... আমি তেমন - TopicsExpress



          

Tips For Mobile Photography...... আমি তেমন কিছুই জানি না.. তবে যতটুকু জানি তা থেকেই লিখছি... হাতে মোবাইল কার না আছে.. আর এখন মোবাইলে থাকছে মোটামোটি উন্নত মানের Camera... (smart phone)... 1. প্রথমেই জেনে রাখতে হবে Rule oF 3rd... সহজ কথায় একটা ছবিকে কয়েকটি ভাগে ভাগ করে সাজানো.... (চিত্রে দেয়া হলো বোঝার জন্য) এখানে 4 টি dot করে মোট ৯ টি ভাগে ভাগ করে ছবির বিষয়বস্তুকে ১ টি doT এ রাখা হয়.... Rule break করলেও সমস্যা হয় না.. কিন্তু Rule না জানলে ব্রেক করবেন কিভাবে?.. ২. Android মোবাইলে ছবি তোলার জন্য সব চেয়ে ভালো Camera Apps আছে কয়েকটা এর মাঝে Camera FV-5 অন্যতম! ছবি Capture করার সময় Zoom করবেন না ভুলেও.. কারণ মোবাইলে Optical zoom থাকে না। যেটা থাকে সেটা digital Zoom.. ফলে ছবি তুলতে গিয়ে zoom করলে ছবি ফেটে একাকার হয়ে যাবে......! পরে আর ভালো লাগবে না.... তাই ছবি তুলার পর দরকার পরলে ছবি Crop করে Composition করে নিন আপনার মত করে....! ৩. Iso - Camera FV-5 এ আপনি iso 100 করে ছবি তুলতে থাকুন...... ফলে ছবিতে noise কম আসবে... রাতে ছবি capture করার সময় একটু বাড়িয়ে দিন..... ৪. White balance : মোবাইলে আপনি Camera Fv তে এবং android এর জন্য বিভিন্ন camera apps এ white balance select করতে পারবেন। কিন্তু auto select করাই বেস্ট..... এতে মোবাইল নিজেই বোঝে নিবে... White balance কোনটা এখন দরকার! ৫. ছবি তোলার পূর্বে যেই subject এর ছবি তুলবেন তাকে বিভিন্ন দিক থেকে দেখুন.... মোবাইল দিয়ে দেখার আগে চোখ দিয়ে দেখে ছবিকে বোঝেন, দেন মোবাইল হাতে নিয়ে Capture করুন... ৬. মোবাইলে ছবি তোলার সময় হাত কেপে যায় স্ক্রিন এ ক্লিক করার সময়, ফলে ছবি হয়ে যায় ঘোলা.... এটা এড়ানোর জন্য আপনি অবশ্যই Whistle camera এপ্স টা ব্যবহার করতে পারেন... শিষ দিলেই মোবাইল ছবি তুলবে হাত কাপা কাপির চান্স নেই.... ৭. এখন আসি ছবি Edit এর apps... Noise কমানোর জন্য বেস্ট apps আমি মনে করি Photoshop Touch... এছাড়াও Picsart/snapspeed/photoshop express/Photo editor/Photo editor pro(aviary) তো জনপ্রিয় সবারই জানা.... ৮. B & W করার জন্য ভালো দুইটি apps হলো Blackcam/ Dramatic B&w2.11 ১০. কিছু জনপ্রিয় ছবি দেওয়া হলো যেগুলো মোবাইল দিয়ে তুলা এবং Award পেয়েছে..... এগুলো দেখে Inspiration নিন!
Posted on: Thu, 18 Dec 2014 08:47:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015