Tomorrow is happen to be the last class with my beloved 45th - TopicsExpress



          

Tomorrow is happen to be the last class with my beloved 45th batch. May be its the last time I am gonna sit with all of you. Dont know how each of you feel about me but though I act mischievous at my best with all of you, in real I love you all as much I love my own family. Perhaps you have been dwelling in my heart as my family member. Please dont forget me ever. And Proma Proma whatever you feel about me, I love you most thats why দুষ্টামিটা একটু বেশি হয়ে যেত। Sorry for that. কিছু মনে রাখিস না। সাদিয়া তো আর ফেসবুক খুললি না, তোকে আর কি বলব, জানিস তো আমি সামনা সামনি শয়তানি ছাড়া আর কিছু পারি না। ফেসবুক চালালে তোকেও I Love You বলতাম (dont be jealous about Proma :P) Nayeem Mirza স্যরি দোস্ত, তোমারে আমি আগে সমকামী ভাবতাম :P তবে এখন তোমার পুরুষত্ব নিয়ে আমার কোন সন্দেহ নাই। দোয়া রইল তুমি তোমার এই অস্ত্র সস্ত্র নিয়ে এগিয়ে যাও। :P Ahsanul Bari Ahsan ভাই, তোমারে আর কি কমু, ট্যানশন তো জীবনে কম করলা না, এবার একটা সিদ্ধান্ত নিয়েই ফেলাও Nusrat Rahman Maria :P পত্রের প্রথমেই আমার সালাম নিবেন। আশা করি ভাল আছেন, ভাল থাকবেন। আগামীতে যেন আর পরিক্ষায় অতিরিক্ত পাতার জন্য কাঁদতে না হয় সেই দোয়া করি। :P Pinkus Pinky ভাই তোরে আমি জীবনে মিস করুম না! কারণ তুই মিস করতে দিবি না। ফেসবুকে ঢুকলেই তো না চাইলেও তোরে দেখতে হবে :P Aysha Irin বিয়া করছ ভাল কথা, রোজ রোজ হানিমুন করা লাগে নাকি? মাঝে মাঝে আমগো সাথে লও। Amit Dey নেতাজি যে কই হারায় গেল!! Reza Arefin......... ওই!!! তুমি আমার দিকে তাকাইয়া এমনে হাসবা না!!!! Ahmed Hasan দোস্ত বিয়া টা কইরা ফ্যাল। Shahida Sharmin Shetu নেক্সট টাইম মেয়ে হলে খবর দিও। এইবার ফাঁকি দিয় না। Sabrin Jahan Tazin তোর যা শরীরের হাল, সহ্য করতে পারবি না। তাই কিছু বলব না। Azmul Raj দোস্ত, for you, I felt there is a man beside me!!! :) CrisTal Disha যন্ত্রনা একটা!!!! বাইচা গেসি যে তোর সাথে আর ক্লাস করা লাগব না। Ahammed Badhon দোস্ত, মালিবাগ আয়, ৬টাকা দামের চকলেট খাওয়ামু। এই ভাবে ডাকলে আসবি? Afsana Tarin Shohana কালকে সকালে ক্লাস আছে, ফোন দিস। রিক্সা ভাড়া হাফ হাফ। Yamin Arif দোস্ত!!!......... ফানি খাবি? Khan Asif নাম্বার ওয়ান, সাকিব খান!!! লাবিউ দোস্ত। ভুলো না আমায় :P Orthi Shuchona তোর ছেলেকে যখন মোবাইল কিনে দিবি, আমাকে ফোন দিয়ে আগে জিজ্ঞেস করবি কোনটা ভাল। Mitu Rahman মুতু!!!!!!!!!!! একটু কম খা!!!! Aporajita Roy তোরে অনেক জালাইছি, আর কিছু কমু না। অল দা বেষ্ট, সিটি কর্পোরেশনে একটা চাকরি তোর হবেই :P Malobika Mazumder নামে মাল আছে বাট ছাদে নাই। :P তবে মেয়ে কানাডা যাবেই। তোকে আমি সি-অফ করতে আসব। জানাইস। An-nisa Liza যিযিযিযিযি লিজা। মনু, ডাইলে লবণ দেছ? না দেবা? Ishrat Popy বড় দেখে একটা মোবাইল কিনিস, ওটার ডিসপ্লেতে তোদের সেলফি জায়গা ধরে না। Shelu পড়াশুনা ভাল করে কর মা! ভাল জামাই পাবি। Shimu: ওয়াও......... তোমার একাউন্ট বন্ধ ক্যারে??? Tanjila: স্বামী সন্তান নিয়ে সুখে থাকো। শেষ বারের মত একটু দুষ্টামি করলাম, রাগ কর না। Samiha Islam আমার মত কেউ তোরে মিস করবে না। কেউ কি বাদ পরছিস? আমার কি দোষ!!! একটা ফেসবুক একাউন্ট কর রে ভাই।
Posted on: Sun, 16 Nov 2014 16:01:18 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015