UC Browser দিয়ে অনেক কম খরচে ও - TopicsExpress



          

UC Browser দিয়ে অনেক কম খরচে ও দ্রুত নেট ব্রাউজ করা যায়। তবে এর জন্য কিছু কাজ করতে হবে। প্রথমে Settings→Preferences তারপর UC ব্রাউজার সেটিংস টা নিচের লিস্টের সাথে মিলিয়ে নিতে হবে। *. Page Sigment = 8kb *. Image Quality = low *. Block Size = 10kb এরপর কাজের সুবিধার জন্য Smooth Scrolling এ টিক চিহ্ন দিন। সবার শেষে Login Record এর ডায়াল বাটনে Auto Save দিয়ে Settings Save করুন। ব্যস! যা অসুবিধা হবে :- ১। ছবির কোয়ালিটি একটু খারাপ হবে। অর্থাত্ ছবি একটু কম পরিষ্কার হবে। ২। বড় বড় পেজ আসতে দেরি হবে, এবং সেগুলো কয়েকটি অংশ হয়ে আসবে। ৩। মাঝে মাঝে খুবই বড় পেজ নাও আসতে পারে। যা সুবিধা হবে :- ১। খরচ প্রায় ছয় ভাগ কমে যাবে ২। অধিকাংশ পেজই যেমন Facebook খুব দ্রুত লোড হবে। ৩। বড় বড় পেজ হলে Jump এর সুবিধা আছে। ৪। ব্রাউজার অনেক হালকা হবে ফলে নেট চালিয়ে মজা পাওয়া যাবো ৫। সেভ করা পেজ আসবে চোখের পলকে। ৬। Loading Faild হওয়ার ভয় নাই Like
Posted on: Fri, 04 Jul 2014 08:43:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015