WWE RAW Full Results (বাংলা) ® → - TopicsExpress



          

WWE RAW Full Results (বাংলা) ® → প্রথমেই গত রাতের Hell In A Cell এর একটি Recap ভিডিও দেখিয়ে RAW শুরু করা হয়। আজকের RAW এর প্রথম Segment এ ছিল Authority। HHH প্রথমে Seth Rollins কে Standard Bearer Of WWE বলে পরিচয় করিয়ে দেয়। এরপর Rollins আসে Ring এ। এসময় দর্শকরা যথারীতি You Sold Out চ্যান্ট করতে থাকে। Rollins এসে প্রথমেই তাকে এতদূর আসার সু্যোগ করে দেবার জন্য Authority কে ধন্যবাদ। এরপর Rollins বলে Dean Ambrose is out of my hair once and for all। এরপর সে বলে যে তার Conquering Path এর পরবর্তী Victim হবে John Cena। আরও কিছু কথার পর Rollins যখন Ring থেকে বেরিয়ে যাচ্ছিল তখন Orton আসে সেখানে। এসময় Orton কে অনেকটা Pissed Off দেখায়। Orton তখন Rollins কে কিছু আক্রমণাত্মক কথা বলে। সে তাকে দেয়া Curb Stomp এর কথা বলে যা তাকে Cena এর বিপক্ষে ম্যাচে Concentrate করতে অসুবিধা সৃষ্টি করেছিল। এরপর Orton যখন আক্রমণাত্মক ভঙ্গিতে Rollins এর দিকে আগাচ্ছিল তখন HHH তাদের Seperate করে দেয় এবং Orton কে আজকের Night Off নিতে বলে। HHH বলে যে এই ব্যাপারে তারা পরে কথা বলবে। কিন্তু Orton তার কথা না শুনে HHH কে পাশ কাটিয়ে গিয়ে Rollins কে একটি RKO মারে। এসময় দর্শকদের POP ছিল দেখার মত। → WWE Tag Team Championship : The Dust Bros vs Big Show & Mark Henry : * প্রথমদিকে Henry ও Show ই তাদের রাজত্ব চালিয়ে যেতে থাকে ম্যাচে। ম্যাচের এক পর্যায়ে Big Show, Stardust কে KO punch মারে এবং Goldust কে Ring থেকে বাইরে ফেলে দেয়। তখন হঠাৎ Henry পিছন দিক থেকে এসে তাকে Worlds Strongest Slam মারে। এরপর Stardust, Show কে Pin করে। * Winner : Dust Bros → ম্যাচের পর Henry আরও কিছু Slam দেয় Show কে। এর মাধ্যমে Heel Turn করল Mark। → ব্যাকস্টেজে ইন্টারভিউতে Renee এর কাছে Henry বলে যে তাদের মাঝে কিছু Jealousy এর কারনে সে Show এর উপর টার্ন করে। → এরপর Satellite এর মাধ্যমে Arena এর Big Screen এ লাইভ দেখা যায় Roman Reigns কে। তখন Cole তাকে তার Recovery এর ব্যাপারে জিজ্ঞাসা করলে Reigns তাকে সন্তোষজনক বলে এবং ওই মুহির্তে San Antonio তে থাকার Wish এর কথা জানায়। এরপর Ambrose vs Rollins এর ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে সে প্রায় এমনটাই আন্দাজ করছিল। এরপর Seth Rollins কে হুমকি দেয়ার মাধ্যমে সে তার ইন্টারভিউ শেষ করে। → Aj Lee vs Alicia Fox : * মোটামুটি ভালই ম্যাচ চলছিল। ম্যাচের সময় Commentary তে ছিল Paige। এরপর এক পর্যায়ে Paige এসে Fox কে Distract করে ফলে Aj, Roll Up এর মাধ্যমে তার জয় তুলে নেয়। * Winner : Aj Lee → ম্যাচের পর Paige প্রথমে Fox এর সাথে বন্ধুসুলভ আচরন করলেও একটু পরেই সে Fox কে মারতে শুরু করে। → এরপর একটি Promo এর জন্য Ring এ আসে John Cena। তার Promo এর প্রধান অংশ জুড়ে ছিল যে সে কিভাবে সবকিছুর পর আবার তার Attention ফিরাতে যাচ্ছে Lesnar এর দিকে। এরপর Cena, Rollins এর ব্যাপারে বলে যে সে তাকে Wake Up Call দেবে। Cena তখন বলে যে সে WWE এর এই ফিউচার Seth Rollins কে Face করতে প্রস্তুত। Cena এরপর আরও কিছু বলার আগে তাকে Interrupt করে Steph। সে এসে প্রথমেই Cena কে গত রাতের গুরুত্বপূর্ণ জয়ের ব্যাপারে Congrats জানায়। এরপর Steph জানায় যে সে Cena এর বিপক্ষে আজকের RAW এর Main Event এ Rollins কে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছে না। এরপর Steph ঘোষনা করে যে পরবর্তী PPV Survivor Series এ একটি 5 on 5 traditional elimination ম্যাচ হবে। Steph বলে যে তার কাছে Cena এর জন্য একটি Proposal আছে। Steph তার অফারে Cena কে Authority তে তাকে একটি পজিশন দেবার কথা জানায় যেখানে তাকে তার Respect দেয়া হবে। এছাড়াও Brock Lesnar এর বিপক্ষে ম্যাচে তাকে সুনিশ্চিত Victory এর গ্যারান্টি দেয় Steph। আর সে যদি এই অফার গ্রহণ করে তাহলে আজকের Main Event এ যে জিতবে সে হবে Survivor Series এ Team Authority এর Captain। এরপর Cena এর Response এ কিছু কথা বলে শেষ পর্যন্ত Steph এর অফারকে একেবারে তীব্রভাবে ফিরিয়ে দেয়। এরপর যখন Ring থেকে Cena লিভ করছিল তখন HHH আসে Ring এ। HHH এসে যথারীতি তার চরম আক্রমণাত্মক কথা দিয়ে এক কথায় Cena কে Squash করতে শুরু করে। সে বলে যে Cena কে দিয়ে Authority একটি Example তৈরী করবে। এরপর HHH অফিশিয়ালি Announce করে যে Survivor Series এ Team Authority vs Team Cena এর ম্যাচ হবে। এরপর সে বলে যে Cena যাদেরকেই Recruit করুক না কেন Authority সবসময়ই জিতবে। → Miz & Mizdow vs The Usos : * ম্যাচের এক পর্যায়ে Miz যখন Backdrop দিচ্ছিল তখন Jimmy তার ভারসাম্য ঠিক রেখে দাঁড়িয়ে যায় এবং Miz কে Kick মারে। এরপর আরেকটি Super Kick মারতে গেলে Miz তাকে Block করে Skull Crushing Finale দিতে যায় কিন্তু Jimmy সেটাকে একটা Roll Up এর পরিণত করে ম্যাচটি জিতে যায়। * Winner : The Usos → Backstage এ John Cena কে দেখা যায় Ziggler এর কাছে। সে
Posted on: Tue, 28 Oct 2014 10:23:20 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015