Welcome to #peeps_show ইনার কথা তেমন - TopicsExpress



          

Welcome to #peeps_show ইনার কথা তেমন মনে নেই, সেই ছোটকালে যখন পপাই দেখতাম, মানে বিটিভি তে যখন wwe দেখতাম তখন ইনার ম্যাচ ২ / ১ টা দেখেছিলাম। তার ভয়ানক চেহারা আর ঘিন্নাঘাটি কারবার এখনো কিছু কিছু মনে আছে। তার সম্পর্কে কিছু তথ্য ঃ ♦Birth name: Martin Wright[1] ♦Born July 15, 1964 (age 50) [1] Phoenix, Arizona [1] Resides Fairbanks, Alaska Professional wrestling career ♦Ring name(s) The Boogeyman [2] Marty Wright[1] The Nightcrawler Slither[3] ♦Billed height 6 ft 2 in (1.88 m) [1] ♦Billed weight 260 lb (120 kg) [1] Billed from The Bottomless Pit[2] ♦Trained by Ohio Valley Wrestling[1] Lash Huffman Booker T ♦Debut October 15, 2004 [1] ♦১/তিনি সর্বপ্রথম রেস্লিং জগত এ পা রাখেন wwe এর রিয়েলিটি শো Though Enough (২০০৪) এর ৪র্থ সিজনে। সেখানে তিনি লাস্ট ৮ এ চান্স পান কিন্তু তার বয়স ৪০ হওয়ায় তাকে তাকে এলিমিনেট করা হয় কারন প্রতিযোগীদের নিম্মতম বয়সসীমা ছিল ৩০ বছর। ♦২/কিন্তু ভিন্স তার মধ্য প্রতিভা দেখে মুগ্ধ হয় এবং টাকার গন্ধ পায় ;-) সে তাকে ovw তে ট্রেইনিং করতে পাঠায়। ♦৩/ তিনি অফিশিয়ালি ১১ জুলাই ২০০৫ RAW তে হরর মুভি স্টাইল এ ডেবুট করেন এবং সবার পিলে চমকে দেয়। তার কয়েক পরের সপ্তাহের স্মাক ডাউন এ তার ডেবুট করার কথা থাকলেও তিনি তার পুরোন হাটুর ইঞ্জুরির কারনে তা কেন্সেল করেন। এর কয়েকমাস পরেই ২০০৫ সালের ১৩ অক্টোবর স্মাক ডাউন এর এক ডার্ক ম্যাচ এ ডেবুট করেন। ♦৪/ তার গিমিক ছিল মন্সটাররূপি। কেও যদি তার নাম নিত সে মুহর্তে সেখানে পৌছে যেত (কিভাবে তা আল্লাহ পাক আর wwe ই জানে) এবং সেই রেস্লারকে মারাত্মকভাবে মেরে তাকে তার পকেট থেকে শুয় পোকা বের করে আক্রান্ত রেস্লার কে খাওয়াত এবং নিজেও খেত। (জঘন্য) অনেকে বমি করে ফেলত যা ছিল রিয়েল। ♦৫/তিনি ছিলেন অসাধারণ একজন পাওয়ার হাউজ টাইপ রেস্লার। কিন্তু তার বয়স এর কারনে তার রেস্লিং কেরিয়্যার বড় হতে পারে নাই। তার কেরিয়্যার ঃ ♥Though Enough → 2004-2005 ♥WWE →2005-2006 & Relise → 20 September, 2006 ♥Return WWE →2006-2009 (একমাস বাইরে ছিলেন) ♥Present → 2011 - now as a Wwe talents devoloper ♦Last seen at ring → 2012 WWE Slamy Award ♠In wrestling Finishing moves Boogey Slam [2] / Supernatural Driver [1] ( Inverted falling powerslam ) [1] Chokebomb [27] Goodnight ( Pumphandle slam ) [1][27] Signature moves Chokeslam[1] Stinger splash [28][29] Two-handed chokelift [1] ♣Championships and accomplishments ♠Pro Wrestling Illustrated PWI Rookie of the Year (2006) ধন্যবাদ। :-) #Attitude_Adjustment
Posted on: Mon, 22 Dec 2014 09:38:02 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015