Wrestlemania 31 নিয়ে আমার - TopicsExpress



          

Wrestlemania 31 নিয়ে আমার মতামত,, এবারের Royal Rumble জিতার অনেক সম্ভাবনা আছে Roman Reigns এর,,অনেক ওয়েবসাইটেই এ নিয়ে গুজব শোনা গিয়েছে,, কে Rumble জিততে তা নিয়ে আমিও ঠিক নিশ্চিত নয়,, কিন্তু Royal Rumble যে জিতবে সে মুখোমুখি হবে Brock lesner-এর বিরুদ্ধে WWEWH Championship এর জন্যে। ব্রকের সাথে খেলতে হলে তো আর যেনতেন রেসলার দেওয়া যাবে না। সামারস্ল্যামেই তা বুঝা গিয়েছিল। তাই আমি মনে করি এবারের রয়েল রাম্বল রোমানকে না জিতিয়ে, জেতানো উচিত Randy Orton-কে। ওরটন অনেক পুরানো একজন রেসলার। তাকে লিজেন্ড কিলার ভাইপার বলা হয়। তার একটি Punt kick-এর মাধ্যমে সে যে কাউকেই কাবু করতে পারবে নিসন্ধেহে। আর ব্রক লেসনার তো WM-এর পর Wwe- থেকে চলেই যাবে, তার চুক্তি শেষ। সে UFC- তে হয়তোবা জয়েন করতে পারে। তার চলে যাওয়াটা চাইলে WWE-বাণিজ্যিক ভাবেই করতে পারে। অর্থাত, আমার মতে wm এ ব্রকের সাথে হাড্ডা-হাড্ডি একটা ম্যাচ হবে রেনডি অরটনের & অরটন জিতবে ওই ম্যাচ,, ব্রকের মত দানবের সাথে সেরকম ম্যাচ খেলার যে কারোর অবস্থারই ১২ টা বেজে যায়,, ঠিক ১২ টা বেজেই শেষ পর্যন্ত রেনডি একটা Punt kick-মারবে আর ব্রক ইনজুরিতে পরে চলে যাবে। স্বভাবত রেনডির অবস্হা খুব খারাপ হবে & তখনই Rollins এর মিউজিক হিট হবে,, সে আসবে & রেনডির উপর তার money in The bank ক্যাশ ইন করবে & তাকে কার্ভ স্টম্প দিয়ে টাইটেল জিতে যাবে,, অথবা এমনও হতে পারে যে Randy-বেশ ভাল ভাবেই জিতবে & ম্যাচের শেষে ব্রক তাকে মারবে। আর সেই সুযোগে Rollins তার কন্ট্রাক্ট ক্যাশ ইন করে চ্যাম্পিয়নশিপ জিতে যাবে,, ফলে এর পর থেকে Randy vs seth-এর একটা চমত্কার ফিউড হবে। #DJ_Batista
Posted on: Wed, 31 Dec 2014 13:31:58 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015