_____কঠিন ভালোবাসা লেখকঃসু - TopicsExpress



          

_____কঠিন ভালোবাসা লেখকঃসু য (Admin) একটি মেয়ে. একটি ছেলেকে পাগলের মত ভালোবাসে. ভালোই চলছিল তাদের দিনকাল। ১ বছর পর মেয়েটা খেয়াল করল ছেলেটা তাকে আর আগের মত ভালোবাসে না।তাকে Avoid করে চলে।একটা সময় ছেলেটা মেয়েটার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। মেয়েটা জানতে পারল ছেলেটার নতুন গার্লফ্রেন্ড হয়েছে। . মেয়েটা এই বিষয় নিয়ে ছেলেটিকে প্রশ্ন করতেই সে বলে উঠে অতীত ভুলে যাও। মেয়েটা বেঈমান বলে কাদঁতে কাদঁতে ফিরে এলো। সে কিছুতেই ছেলেটিকে ক্ষমা করতে পারল না। . এই ঘটনার ৬ মাস পরে মেয়েটার কাছে ছেলেটার মৃত্যু সংবাদ এলো। ছেলেটা মারা যাবার আগে মেয়েটার জন্য একটা চিঠি রেখে গিয়েছিল। ছেলেটার একটা বন্ধু এসে চিঠিটা দিয়ে গেলো। মেয়েটা রাগে চিঠিটা ফেলে রাখল। . রাতে ছেলেটার কথা খুব মনে পড়ছিল। সে চিঠিটা খোলে পড়তে শুরু করলো। বিধাতার করুন পরিহাসে আমরা এক হতে পারলাম না।যেদিন আমি জানলাম আমি আর ৬ মাস বাচঁব সেদিন থেকে বুকে পাথর চেপে তোমার সাথে অভিনয় শুরু করলাম। ভেবেছি তুমি আমাকে ভূল বুঝে দূরে সরে যাবে.... তাই তোমার থেকে দুরে থেকেছি। আমাকে ক্ষমা করে দিয়। চিঠিটা পরতে পরতে মেয়েটার চোখের জলে চিঠিটা ভিজে গেল। বিঃদ্রঃ[আরো ভালোবাসার পোস্ট পেতে এই পেজে লাইক দিয়ে এক্টিব থাকুন
Posted on: Sat, 13 Dec 2014 04:36:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015