class 8 এর জীবন (me ) = হ্যালো - TopicsExpress



          

class 8 এর জীবন (me ) = হ্যালো একটু কথা বলা যাবে ? মেয়ে = ...কুত্তা ,বান্দর,*****,***** পোলা আর ফোন দিবি না !!!মা বইন নাই তোর ? এই ভাবে ক্লাস ৮ এ থাকতে 1st মোবাইল কিনার পর তখন কথা বলার জন্য মানুস খুঁজতাম ... সারাদিন বইসা থাকতাম কখন একটা কল আসবে ভাবতাম ,কখন মোবাইল এ একটু আড্ডা দিব ... আবার কতখন ভাবতাম কোন মেয়ে বুজি মোবাইল চালায় না ...কত মেয়েকে মিস কল দিতাম, কল দিতাম, মেসেজ দিতাম ...তখন কোন কাল, ভুসকি, মোটা ,বাজে মেয়েও আমার সাথে টাঙ্কি মারতে চাইত না ......তখন প্রেম করার কত চুলকানি ছিল , কিন্তু কোন মেয়েই পটাতে পারতাম না , কপালে কোন মেয়েই জোটতো না... । । । আর এখন মেয়ে = হ্যালো ... আজকে একটু আসবা ধানমণ্ডি তে ? আমি = সরি আমি উত্তরা আসি(মিথ্যা ) মেয়ে = আসনা প্লিজ ...আমি অমুক তমুক পড়া পারি না ,আর আসলে তুমাকে অমুক তমুক জায়গায় গাড়ি নিয়ে ঘুরব,অমুক তমুক জায়গায় আড্ডা দিব ...তুমি খালি আসলেই হবে ... আমি = সরি আজকে খুব বিজি আসি ...অন্যদিন আসব এই হইল এখনকার জীবন... আমার অনেক মেয়ে বান্ধবি , অনেক ক্লাসমেট , অনেক ফেসবুক ফ্রেন্ড , অনেক এলাকার ফ্রেন্ড ... ওরা ফোন দিলে উল্টো ইচ্ছে করে ফোন ধরি না ..অমুক তমুক বইলা কাটাইয়া দেই ... পারলে ফোন অফ কইরা রাখি ...(ভাইবেন না আমি কোন প্লে বয় ,সুন্দর ,হ্যান্ডসাম পোলা )... আগে আমার আনেক চুলকানি ছিল প্রেম করার ,আড্ডা দিয়ার ,গল্প করার,ফুরতি করার,এঞ্জয় করার ...।এখন আর সেই চুলকানি নাই ... . .MORAL = চায়ের কাপের ভিতর বেশিক্ষণ বিস্কুট চুবাইয়া রাখলে সেই বিস্কুট যেমন তুইলা খাওয়া যায় না , তেমনি সময়ের জিনিস অসময়ে পাইলে সেটার কোন মূল্য থাকে না ...>>@জিসান
Posted on: Wed, 02 Oct 2013 17:10:12 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015