grontho - গ্রন্থ.কম এ Industrial and Production - TopicsExpress



          

grontho - গ্রন্থ.কম এ Industrial and Production Engineering (IPE) এবং Mechanical Engineering(ME) এই দুটা Program এর জন্যে যত Reference book সংগ্রহ করা সম্ভব , সব reference book নিয়ে একটা অনলাইন লাইব্রেরী গড়তে চাচ্ছি । আমাদের এই Project এ আমার ফ্রেন্ডলিস্ট এ থাকা সব IPE আর ME স্টুডেন্ট এবং টীচারদের সহযোগিতা চাচ্ছি । সবাই আমাকে রেফারেন্স বুক এর PDF file এর মূল কপি অথবা link পাঠাতে পারেন । আপনাদের সহযোগিতাই পারে IPE আর ME এর জন্যে একটা সমৃদ্ধ অনলাইন লাইব্রেরী গড়তে । উল্লেখ্য , গ্রন্থ.কম বাংলাভাষায় সম্পূর্ণ অলাভজনক ও বিনামূল্যের অনলাইন লাইব্রেরী ।
Posted on: Fri, 03 Oct 2014 06:21:32 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015