#parody #drama #comedy . কমেডি আমার - TopicsExpress



          

#parody #drama #comedy . কমেডি আমার ভাল্লাগেনা কিন্তু কমেডি যদি হয় পুরোপুরি অন্যরকম কমেডি তাহলে আমার আপত্তি নেই... Joel and Ethan Coen ভ্রাতাদয়ের এমনই একটা মুভি দেখলাম Burn After Reading..... ভাল্লাগসে মুভিটা ... পুরো মুভিতে সেই সিরিয়াস একটা ভাব কিন্তু মুভি শেষে আরে কিছুই তো নাই :D মানে মুভির শুরু থেকে শেষ পর্যন্ত কিছু একটা হবে অথবা হতে যাচ্ছে টাইপ থ্রিল ...হাসির কিছু তো নই বরং এখনই কিছু একটা হবে এরকম... থ্রিলার থ্রিলার ভাব কিন্তু মুভি শেষে অটো মুখে হাসি চলে আসছে :D তবে কিছুইনা এর মধ্যেও একটা কিছু ছিলো এবং বেপারটা সিরিয়াস ছিলো ... . . কাহিনিঃ Osbourne Cox একজন CIA analyst ... অতিরিক্ত ড্রিংকিং প্রবলেম এর কারনে চাকরি হারায়... এই বয়সে চাকরি হারানোতে মেজাজ তার সবসময়ই চরম... ঠিক করে একটা বই লিখবে তার এতদিনের কাজের উপর আর ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিবে কিন্তু সে ধীরে ধীরে আরও লুজার এ পরিনত হয় ...আর তার ওয়াইফ Katie ভাবে এখনই সময় তাকে ডিভোর্স দেয়ার এবং তার এতদিনের প্রেমিক Harry Pfarrer এর সাথে সম্পর্ক ফাইনাল করার... আর Harry Pfarrerহল এমনই একজন চতুর বান্দা যে একইসাথে বউ কেও খুশি রাখে আবার Katie এর সাথে কমিটমেন্ট ও ঠিক রাখে আবার ব্লাইনড ডেট এ ও পাক্কা খেলোয়াড় :D Katie তার লইয়ার এর পরামর্শে Cox কে না জানিয়ে Cox এর ব্যাংক অ্যাকাউন্টসহ অন্যান্য তথ্য লইয়ার কে দেয় আর লইয়ার এর অ্যাসিস্ট্যান্ট সেই সিডি হারিয়ে আসে একটা জিম এ... সেই সিডি পায় জিম এর ২জন কর্মচারী Chad Feldheimer এবং Linda Litzke... তারা ভাবে এটা CIA এর অনেক উপরের লেভেল এর জিনিস এবং আশাবাদি এটা ফেরত দিলে তারা কিছু টাকা পাবে যা দিয়ে Linda Litzke তার এতদিনের সপ্ন প্লাস্টিক সার্জারি করে আরও সুন্দর হবে... আর Cox কে ফোন দিলে সে ভাবে তার বই এর ড্রাফট হারাই গেসে এবং সে এর বিনিময়ে কিছুই দিতে নারাজ ... মরিয়া Linda এই সিডি নিয়ে যায় রাশিয়ান এমবেসসি তে এই তথ্য বিক্রি এবং আরও তথ্য এনে দেয়ার প্রতিশ্রুতিতে টাকা পাওয়ার আশায়... এদিকে কে যেন Harry কে সবসময় ফলো করে...। আবার Harryর নেক্সট ব্লাইনড ডেট হয় Linda ... এভাবেই সব চলতে থাকে এবং এর মধ্যে এই ক্যারেক্টারগুলোর মধ্যেই একজন খুন হয় আর খুনটা করে এদেরই একজন ... ঘটনা কোনদিকে যায়, কে খুন হয় আর কেই বা করে, কেন করে সেটা না হয় মুভি দেখে জেনে নিয়েন... :) __________________________________________________________ Movie: Burn After Reading (2008) Director: Coen brothers Cast: George Clooney, John Malkovich, Tilda Swinton, Brad Pitt. Frances McDormand Running time: 96minutes IMDb: imdb/title/tt0887883/ (7.0) YouTube trailer: https://youtube/watch?v=N99kv6ojn48
Posted on: Mon, 19 Jan 2015 14:46:00 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015