preposition অংশ থেকে to&at-এর - TopicsExpress



          

preposition অংশ থেকে to&at-এর ব্যবহার আলোচনা করব ১কোন স্থানে আসা এবং যাওয়া বুঝালে ঐ স্থানের আগে to বসে।যেমনঃ i. He goes to school everyday. ii. He came to Bangladesh in 1971. বিঃদ্রঃ আসা এবং যাওয়া বুঝালেও home, abroad, here, there এর আগে to বসে না। ব্যতিক্রমঃ From here to there. ২বাক্যে V+তে / র = to+V1. যেমনঃ i. He told me to read a book. ii.I have nothing to give you. ৩ব্যক্তির কাছে বুঝালে তার আগে to বসে। যেমনঃ He came to me. ৪অনুসারে বুঝাতে to বসে।যেমনঃ The food is to me test. ৫সীমানার বাইরে বুঝাতে to বসে। যেমনঃ Japan is to the east of our country. ৬পর্যন্ত বুঝাতে to বসে।যেমনঃ They fought to the last. ৭পরিমান / হার বুঝাতে to বসে। যেমনঃ There are 2.54 c.m. to an inch. নিম্নের শব্দ গুলোর পর to বসে। incline, harmful, beneficial, injurious, according, accustomed, add, admit, adjacent, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, known, confined, congenial, contrary, dedicate, devote, expose, exceptional, yeld, grateful, hostile, indebted, introduced, irrelevant, liable, loyal,object, prefer, preferable, senior,junior, superior,talk, inferior, prone, refer, reply, speak, lead, eager,willing. At এর ব্যবহার ১অবস্থান বুঝাইতে নাম উল্লেখিত ছোট স্থানের আগে যেমনঃ গ্রাম, এলাকা, মহল্লা ও ছোট শহরের আগে at বসে।যেমনঃ at Kashipur, at Chashara ২ সময় বুঝাইতে at বসে। যেমনঃ I go to bed at 10 o’ clock. ৩অবস্থা বুঝাইতে at বসে। যেমনঃ The country is at war now. ৪হার / গতি বুঝাইতে at বসে। যেমনঃ Iffat was driving the car at 100 kilometers per hour. ৫দায়িত্ব বুঝাইতে at বসে। যেমনঃ You must repair it at your own cost. ৬দূরত্ব বুঝাইতে at বসে। যেমনঃ Dhaka is at 50 kilometers from here. ৭বয়স বুঝাইতে at বসে। যেমনঃ He lost his father at 10. ৮দিক বুঝাইতে at বসে। যেমনঃ He pointed the gun at him. নিম্নের শব্দ গুলোর পর to বসে। arrive, astonished, annoyed, envy, fire, knock, shame, smile, laugh, surprised, louch, wonder, alarm, jeer. (`*•.¸(`*•.¸,, ¸.•*´)¸.•*´) «´ •.* নয়ন দাস*• `» (¸.•*´(¸.•*´`* •.¸)`*•.¸)
Posted on: Mon, 29 Dec 2014 16:29:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015