professor Nazrul Islam sir সত্তি একজন talent - TopicsExpress



          

professor Nazrul Islam sir সত্তি একজন talent sir ছিলেন । আমাদের ২ই টা course পড়িয়েছেন TAXATION -1 আর MBA te Strategic Management Accounting . sir এর basic concept গুলো এতু clear ছিল এককথায় অসাধারন। স্যার এর কথায় আঞ্চলিকতা ছিল কিন্তু স্যার সত্যি অনেক মজার মজার কথা বলে student দের আনন্দও দিতেন । যেখানে ই স্যার এর সাথে দেখা হত স্যার ask করতো কিগু কি খবর , কোন মেস এ থাক ?? বিনুদপুর বাজারে tripti store এর সামনে অনেক দিন স্যার এর সাথে দেখা হয়েছে অনেক কথা হয়েছে ! শীতের দিন তু স্যার কে দেখলে চেনা ই যেত না bcz স্যার এর মাথায় একটা আজব type এর cap দিয়ে চলাফেরা করতেন !! স্যার খুব straight cut কথা বলতেন ,স্যার ক্লাস এ বলতেন আমরা অ ফাকিবাজ ক্লাস নিতে চাই না তোমরা অ ফাকিবাজ কম পড়ালে স্যার ভাল বলও !! স্যার এর আর একটা কথা খুব ভাল লাগত স্যার বলতেন ওনারা যখন student ছিলেন accounting dept এর স্যার দের দেখলে নাকি student দের হাত পা কাঁপতও এবং স্যার রা অনেক talent ছিলেন !! আর স্যার আমাদের বলত ২ম্রা কি ছাত্র? ক্লাস এ স্যার এর একটা common dialog ছিল এই ছুনঅ ছুনু !!আঞ্চলিক টান স্যার এর মদ্দে ছিল কিন্তু sir er concept onek onek clear silo । আমি ভাবতাম এতু clear concept sir er ? sir কোন দলের ছিলেন কেমন মানুষ ছিলেন এগুলো আমার দেখার বাঁ অই ব্যাপারে কথা বলার আমার right নাই !! আমার কাছে আমার স্যার ভাল মানুষ থাকবেন আজিবন ।আমি শুধু একটা কথা ইএ বলব স্যার হিসাবে অসাধারন talent ছিলেন মানুষ টি ! স্যার অবসর নিয়েছেন শুনলাম এমন sir jar concept gula অনেক ক্লিয়ার আর নিউ আসবে কিনা জানি না ! আল্লাহ যেনও স্যার কে অনেক ভাল রাখেন এই দোয়া করি । respect you sir from my heart !! যেখানে ই থাকবেন সুখে থাকবেন ভাল থাকবেন !
Posted on: Tue, 16 Sep 2014 09:44:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015